সৃজিতের নিশানায় কি এবার হোমস?
RBN Web Desk: সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু ও সত্যজিৎ রায়ের ফেলুদার পর কি এবার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের গল্প নিয়ে কাজ করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়? শার্লক হোমসকে নিয়ে চারটি উপন্যাস ও ৫৬টি ছোটগল্প লিখেছেন ডয়েল। শোনা যাচ্ছে তার বেশ কয়েকটি নিয়ে ওয়েব সিরিজ় তৈরি করতে চলেছেন সৃজিত।
সূত্রের খবর লন্ডন ও মুম্বইয়ের দুই নামী টেলিভিশন সংস্থার মধ্যে এ সংক্রান্ত কথাবার্তা অনেক দূর এগিয়েছে। দুই সংস্থারই ইচ্ছে সিরিজ়টি সৃজিত পরিচালনা করুন। সিরিজে় অন্যান্য কাহিনীর মধ্যে হোমসের তথাকথিত সেরা রোমাঞ্চকর উপন্যাস দ্য ‘ভ্যালি অফ ফিয়ার’-এর থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
তবে সংবাদমাধ্যমের কাছে এ নিয়ে মুখ খোলেননি সৃজিত। তিনি আপাতত ‘পদাতিক’ ছবির কাজ নিয়ে ব্যস্ত যার শ্যুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই।
সৃজিতের সিরিজ়ে হোমসের ভূমিকায় কৃষ্ণ কুমার (কেকে) মেননের অভিনয় করার সম্ভাবনা প্রবল বলে জানা গিয়েছে। ডঃ ওয়াটসনের ভূমিকায় থাকতে পারেন রণবীর শোরে।
আরও পড়ুন: দ্বিতীয় সিজ়ন আরও রোমাঞ্চকর হবে, দাবি ইশার
পঞ্চাশ ও ষাটের দশকে হোমসের অন্যতম জনপ্রিয় কাহিনী ‘হাউন্ড অফ বাস্কারভিলস’-এর ছায়া অবলম্বনে বাংলায় ‘জিঘাংসা’ ও হিন্দিতে ‘বিশ সাল বাদ’ ছবি দুটি হয়েছিল। তবে সেখানে শার্লক হোমস চরিত্রটিকে দেখানো হয়নি। সেই অর্থে সর্বভারতীয় ক্ষেত্রে হোমসকে নিয়ে কোনও ছবি বা সিরিজ় কখনও হয়নি।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে হবে সৃজিতের হোমস সিরিজ়, এমনটাই সূত্রের খবর।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়