কমেডির মোড়কে বাঙালির রসনা নিয়ে এল ‘গ্রাব নে বানা দি জোড়ি’
RBN Web Desk: বাঙালি খেতে ও খাওয়াতে ভালোবাসে। এ যেন চন্দ্র সূর্যের মতই সত্য। নিরামিষ হোক বা আমিষ সবেতেই বাঙালির উদর পরিতৃপ্ত। কলকাতার অলিতে গলিতে রেঁস্তোরার বাহার আর সেখানে উপচে পড়া ভীড়ই তার প্রমাণ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা আর হচ্ছে কই? প্রায় দু’মাসেরও বেশি সময় মানুষ গৃহবন্দী। বাইরের খাবার দোকান বন্ধ থাকায় বাহারি খাবারের স্বাদের স্বর্গসুখ থেকে বঞ্চিত হচ্ছিল বাঙালি।
কিন্তু রসেবশে থাকা বাঙালিকে আটকানো অত সোজা নয়। তাই এই লকডাউনের মধ্যেই প্রচুর মানুষ নিজের বাড়িতেই বানিয়েছেন রকমারী রান্না। বিরিয়ানি থেকে কাটলেট, ফুচকা থেকে রসগোল্লা, কিছুই বাদ যায়নি। আর সেই রান্নার রকমারী মজাদার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্যের ছবি বানালেন পরিচালক সত্ৰাজিৎ সেন। খাওয়াদাওয়া নিয়ে বিশেষ এই ছবির নাম ‘গ্রাব নে বানা দি জোড়ি’।
“এই লকডাউনে প্রচুর মানুষ বাড়িতে রান্নাবান্না করে ছবি দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। সেই নিয়ে আবার কেউ-কেউ সমালোচনা করেছেন। সেই নিয়েই এই ছবির গল্পটা মাথায় আসে,” রেডিওবাংলানেট-কে জানালেন সত্ৰাজিৎ।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্র সময়। সেই সময়ের ভূমিকায় আছেন মীর। এছাড়াও রয়েছেন ইন্দ্রজিৎ লাহিড়ী।
শুধুমাত্র কলকাতার বাঙালিরা না, সত্ৰাজিতের এই ছবিতে রয়েছেন কলকাতা সহ প্যারিস, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্কটল্যান্ডের বেশ কিছু বাঙালি যুগলকে। সামাজিক দূরত্ব মেনে তাঁরা নিজেদের মোবাইলে ভিডিও শুট করে পাঠিয়েছেন পরিচালককে। প্রায় ২৫ দিনেরও বেশি সময় লেগেছে এই ছবি সম্পূর্ণ করতে।
“আরও কিছুদিন আগে মুক্তি পাওয়ার কথা ছিল। সুপার সাইক্লোন আম্ফানের কারণে ইন্টারনেট কানেকশনে ব্যাঘাত ঘটে। তাই কিছুটা পিছিয়ে গেল,” জানালেন সত্রাজিৎ।
কমেডির মোড়কে বাঙালির রসনা নিয়ে গতকাল মুক্তি পেয়েছে ‘গ্রাব নে বানা দি জোড়ি’।
বিনোদন দুনিয়ার সব খবর পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল