‘আগমনীর অবগাহন’-এর মুকুটে আরও দুটি পালক
কলকাতা: বাবা ও মেয়ের গল্প নিয়ে তৈরি পরিচালক অভিজিৎ রায়ের ছবি ‘আগমনীর অবগাহন’-এর মুকুটে যুক্ত হল আরও দুটি পালক। সম্প্রতি কলকাতা শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘আগমনীর অবগাহন’ পেল সেরা ছবি ও সেরা পরিচালকের জুরি পুরস্কার। অভিজিৎ ছাড়াও এই ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশানারা খাতুন, হিমিকা পাত্র, প্রিয়াঙ্কা সমাদ্দার, সুরজিৎ মাইতি ও পার্থ ঘটক।
এর আগে বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার পেয়েছিল ‘আগমনীর অবগাহন’।
আরও পড়ুন: জনপ্রিয় মেগা-ধারাবাহিকে স্টেপ ইন সৌরভের
এই ছবির প্রধান চরিত্রের নাম উমা (হিমিকা)। এক মাঝি পরিবারের মেয়ে সে। বিয়ের পর হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায় উমা। এরপর কি হয়, তাই নিয়েই ‘আগমনীর অবগাহন’-এর গল্প। ছবিতে উমার বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিজিৎ।
‘আগমনীর অবগাহন’-এর সঙ্গীত পরিচালনা করেছেন হিয়া জোয়ারদার। ছবিতে নিধুবাবুর (রামনিধি গুপ্ত) একটি টপ্পা গেয়েছেন শত্রুজিৎ দাশগুপ্ত। এছাড়া ‘চিকন কালা’ ও ‘গিরির উমা’ লোকগীতি দুটি গেয়েছেন হিয়া নিজেই।