গুরুতর অসুস্থ মিঠুন, বন্ধ হলো শুটিং
RBN Web Desk: গুরুতর অসুস্থ প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। মুসৌরিতে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর শ্যুটিং করছিলেন তিনি। খাদ্যে বিষক্রিয়া থেকে তাঁর পেটে সংক্রমণ হয়। বন্ধ করে দেওয়া হয় শুটিং।
সংবাদমাধ্যমকে বিবেক জানিয়েছেন যে মুসৌরিতে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছিল। অসুস্থ হওয়া সত্ত্বেও কাজে যাতে ব্যাঘাত না ঘটে তাই শুটিং চালিয়ে যাচ্ছিলেন মিঠুন। একের পর এক নিখুঁত শট দিচ্ছিলেন তিনি। এক মুহূর্তের জন্যও বোঝা যায়নি বিষক্রিয়ার মাত্রা। তবে কিছুক্ষণ পরেই শুরু হয় প্রবল যন্ত্রণা। সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। সেই অবস্থাতেও জানতে চেয়েছেন তাঁর জন্য কাজের কোনও ক্ষতি হচ্ছে কিনা।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
বিবেকের পরিচালনায় এর আগে ‘তাসখন্দ ফাইলস’ খুবই জনপ্রিয় হয়েছিল। সেই ছবিতেও অভিনয় করেছিলেন মিঠুন। দীর্ঘ ৪৫ বছরের অভিনয় জীবনে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।
মিঠুন ছাড়াও ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ অভিনয় কড়ছেন অনুপম খের ও পুনিত ইসার।