পুনে ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি হলেন মাধবন
RBN Web Desk: পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের নতুন সভাপতি নিযুক্ত হলেন অভিনেতা রঙ্গনাথন মাধবন। সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ট্যুইট করে এ খবর জানান। এ বছর সেরা ছবির জাতীয় পুরস্কার পেয়েছে মাধবনের পরিচালিত ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’। ছবির কেন্দ্রীয় চরিত্র নাম্বি নারায়ণনের ভূমিকায় অভিনও করেছেন তিনি। এবার নতুন পদ পেলেন এই অভিনেতা-পরিচালক।
সভাপতির পাশাপাশি ফিল্ম ইনস্টিটিউটের পরিচালন সমিতির চেয়ারম্যানও নিযুক্ত হয়েছেন মাধবন।
এর আগে আদুর গোপালকৃষ্ণন, মৃণাল সেন, শ্যাম বেনেগল, গিরিশ করনডের মতো ব্যক্তিত্বরা এই সংস্থার সভাপতি হয়েছেন।
আরও পড়ুন: ইন্দ্রাশিস আচার্যের নতুন ছবিতে লোকনাথ, ঋতুপর্ণা, ঋত্বিক
মাধবন ট্যুইট করে অনুরাগকে ধন্যাবাদ জানিয়েছেন। নিজের কাজ ভালো করে করতে পারবেন বলে আশা করছেন তিনি।
ইনস্টিটিউটে দু’বছরের জন্য সভাপতি থাকবেন মাধবন।