প্রয়াত সঙ্গীতশিল্পীদের দিয়ে গান গাওয়ালেন রহমান, বিতর্ক
RBN Web Desk: প্রয়াত সঙ্গীতশিল্পীকে দিয়ে গান গওয়ালেন সঙ্গীত পরিচালক এআর রহমান (AR Rahman)। ঐশ্বর্যা রজনীকান্ত (Aishwarya Rajinikanth) পরিচালিত ‘লাল সলাম’ (Lal Salaam) ছবিতে কৃত্তিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন রহমান। ভারতে কোনও প্রয়াত সঙ্গীতশিল্পীকে দিয়ে গান গাওয়ানোর এটাই প্রথম নজির।
‘লাল সলাম’-এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্যার বাবা শিবাজি রাও গায়কোয়াড় ওরফে রজনীকান্ত (Rajinikanth)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিষ্ণু বিশাল, বিক্রান্ত ও বিগ্নেশ।
আরও পড়ুন: শ্রীচৈতন্যের ভার কি এবার তিগমাংশুর হাতে?
তবে রহমানের কাজ নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। অনেকেই কৃত্তিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোকে অনৈতিক বলে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে রহমানের দাবি, শিল্পীদ্বয়ের কণ্ঠ প্রযুক্তির সাহায্যে ব্যবহারের আগে তাঁদের পরিবারের পক্ষ থেকে অনুমতি নিয়েছেন তিনি। শিল্পীদের উপযুক্ত পারিশ্রমিকও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রহমান। এ কাজের মাধ্যমে কোনওভাবেই প্রয়াত শিল্পীদ্বয়কে অশ্রদ্ধা করা হয়নি বলে মনে করেন তিনি।
ছবি: নিউজ় ১৮