ঐতিহ্যের WBFJA: লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন দীপঙ্কর, ভিক্টর
RBN Web Desk: মধ্য ফেব্রুয়ারির এক হালকা শীতের সন্ধ্যায়, মাঘ শেষের বাসন্তী ছোঁয়া মেখে সেদিন কমলা আর হলুদ গাঁদায় সুসজ্জিত হয়ে উঠেছিল দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা চত্ত্বর। অনুষ্ঠিত হলো পূর্ব ভারতের অন্যতম ঐতিহ্যমণ্ডিত ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (WBFJA) পুরস্কার। বাংলার বিনোদন সাংবাদিকদের নিয়ে তৈরি সবচেয়ে ভারতের সবথেকে পুরোনো ফিল্ম ক্রিটিক পুরস্কার এটি। ১৯৩৭ সাল থেকে বাংলা ও অন্যান্য ভাষার ছবির জন্য এই ঐতিহ্যশালী পুরস্কার পেয়েছেন দিকপাল অভিনেতা পরিচালক সুরকাররা।
তবে এ বছরের ‘সিনেমার সমাবর্তন’ অনুষ্ঠান ছিল অন্যবারের থেকে আলাদা। গত বছর বাছাই ও মনোনয়ন পর্ব হয়ে গেলেও কোভিডের কারণে মূল অনুষ্ঠান করা যায়নি। পরিকল্পনা করেও বাতিল করতে হয় অনুষ্ঠান। শেষ পর্যন্ত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ২০২০ ও ২০২১-এর পুরস্কার প্রদান।
পুরস্কার ছিল শিল্প নির্দেশনা, পোশাক পরিকল্পনা, শব্দগ্রহণ, সম্পাদনা, মেকআপ, দৃশ্যগ্রহণ, আবহ সঙ্গীত, প্লেব্যাক, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা ছবি, পরিচালক ও আরও অন্যান্য বিভাগে।এবারের মূল অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
অনুষ্ঠানের শুরুতে সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবির মূল চিত্রনাট্যটি বইয়ের আকারে প্রকাশিত হয় গৌতম ঘোষ, দীপঙ্কর দে ও অন্যান্য জুরি সদস্যদের হাত দিয়ে। এরপর সারা জীবনের কাজের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও দীপঙ্কর। সেদিনই সকালে কোভিডে আক্রান্ত হওয়ায় উপস্থিত থাকতে পারেননি ভিক্টর। গৌতমের হাত থেকে পুরস্কার গ্রহণ করে পুরোনো দিনের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন দীপঙ্কর। ১৯৭১-এ শুরু করে দীর্ঘ পাঁচ দশক ধরে বাংলা ছবির সঙ্গে জড়িয়ে তিনি। পুরস্কার হাতে একা তিনি নন, আবেগতাড়িত হয়ে পড়েন উপস্থিত দর্শকরাও।
পুরস্কার হাতে শুভ্রজিৎ মিত্র ও অরুণ রায়
মূল পুরস্কারের লড়াইয়ে সবচেয়ে বেশি পুরস্কার জিতে নিল ‘অভিযাত্রিক’, ‘টনিক’, ‘বরুণবাবুর বন্ধু’ ও ‘বিনিসুতোয়’। গত দু’বছরের সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেলেন শীর্ষ রায় (‘শিরোনাম’) ও সুপ্রতিম ভোল (‘অভিযাত্রিক’)। সেরা সম্পাদনার জন্য পুরস্কৃত হলেন অর্ঘ্যকমল মিত্র (‘বরুণবাবুর বন্ধু’) ও সুজয় দত্তরায় (‘বিনিসুতোয়’)। ২০২০-এর সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন সৃজিত মুখোপাধ্যায় (‘দ্বিতীয় পুরুষ’)। ২০২১-এ সেই পুরস্কার যুগ্মভাবে পেলেন শৈবাল মিত্র (‘তখন কুয়াশা ছিল’) ও কমলেশ্বর মুখোপাধ্যায় (‘অনুসন্ধান’)।
পুরস্কৃত হলেন পরাণ বন্দ্যোপাধ্যায়
শ্রেষ্ঠ আবহসঙ্গীতের জন্য ‘দুধপিঠের গাছ’ (২০২০) ও ‘অভিযাত্রিক’ (২০২১) ছবি দুটিকে বেছে নেওয়া হয়। পুরস্কার পেলেন জয় সরকার ও বিক্রম ঘোষ। ২০২০-এর সেরা সহঅভিনেত্রীর পুরস্কার যুগ্মভাবে জিতে নিলেন পাওলি দাম (‘লাভ আজ কাল পরশু’) ও বিদীপ্তা চক্রবর্তী (‘ড্রাকুলা স্যার’)। ২০২১-এ সেই পুরস্কার পেলেন অলকানন্দা রায় (‘একান্নবর্তী’)। উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। নাম ঘোষণার সঙ্গেই মঞ্চে দাঁড়িয়ে বিশ্বনাথ বলে উঠলেন ‘কাঞ্চনজঙ্ঘা যেন আবার ফিরে এল!’ ২০২০-এর সেরা সহঅভিনেতার পুরস্কার নিয়ে গেলেন পরাণ বন্দ্যোপাধ্যায় (‘বরুণবাবুর বন্ধু’)। ২০২১-এর জন্য এই পুরস্কার উঠল নবাগত সামিউল আলমের (‘ট্যাংরা ব্লুজ়’) হাতে।
সেরা কমিক চরিত্রের জন্য ২০২০-এর পুরস্কার পেলেন মানসী সিংহ (‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’)। মঞ্চে উঠে অভিনেত্রীর চোখে জল। ২০০৩-এ তাঁর অভিনয় জীবন শুরু। এই প্রথমবার কোনও পুরস্কার পেলেন তিনি।
২০২০-এর সেরা নেগেটিভ চরিত্রের জন্য পুরস্কার পেলেন আবির চট্টোপাধ্যায় (‘অসুর’)। ২০২১-এ এই পুরস্কার যুগ্মভাবে উঠল টোটা রায়চৌধুরী (‘মুখোশ’) ও অনির্বাণ চক্রবর্তীর (‘এফআইআর’) হাতে। সেরা ছবির জন্য গত দু’বছরে পুরস্কৃত হলো যথাক্রমে ‘দ্বিতীয় পুরুষ’ ও ‘টনিক’। শ্রেষ্ঠ সুরকার হিসেবে পুরস্কার জিতে নিলেন অনুপম রায় (‘দ্বিতীয় পুরুষ’) ও নবারুণ বসু (‘ট্যাংরা ব্লুজ়’)।
সেরা প্রতিশ্রুতিবান পরিচালক হিসেবে ২০২০-এর পুরস্কার জিতে নিলেন অর্জুন দত্ত (‘অব্যক্ত’)। একই পুরস্কার ২০২১-এর জন্য যুগ্মভাবে জিতলেন শুভ্রজিৎ দত্ত (‘অভিযাত্রিক’) ও অরুণ রায় (‘হীরালাল’)।
পুরস্কার হাতে অনন্যা সেন
প্রতিশ্রুতিবান বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে গত দু’বছরের পুরস্কার উঠল ঋতাভরি চক্রবর্তী (‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’) ও অনন্যা সেনের (‘একান্নবর্তী’) হাতে। এই বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন কিঞ্জল নন্দ (‘হীরালাল’)।
সেরা পরিচালক বিভাগে পুরস্কৃত হলেন অনীক দত্ত (‘বরুণবাবুর বন্ধু’) ও অতনু ঘোষ (‘বিনিসুতোয়’)। ২০২০ ও ২০২১-এর সেরা ছবির পুরস্কারও জিতে নিল এই দুটি ছবিই।
প্রসেনজিতের থেকে পুরস্কার নিলেন জয়া আহসান
শ্রেষ্ঠ জনপ্রিয় অভিনেতার পুরস্কার পেলেন অনির্বাণ ভট্টাচার্য (‘দ্বিতীয় পুরুষ’) ও দেব (‘টনিক’)। সেরা অভিনেতা বিভাগে ২০২০-এর পুরস্কার যুগ্মভাবে জিতলেন পরমব্রত চট্টোপাধ্যায় (‘ট্যাংরা ব্লুজ়’) ও শাশ্বত চট্টোপাধ্যায় (‘ছবিয়াল’)। ২০২১-এ সেরা অভিনেতার পুরস্কারও পেলেন দুজন, ঋত্বিক চক্রবর্তী (‘বিনিসুতোয়’) ও পরাণ বন্দ্যোপাধ্যায় (‘টনিক’)। সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অপরাজিতা আঢ্য (‘চিনি’) ও জয়া আহসান (‘বিনিসুতোয়’)।
পুরস্কার দিতে মঞ্চে এলেন অনির্বাণ, অনুপম, সুদীপ্তা চক্রবর্তী, বিরসা দাশগুপ্ত, সৃজিতরা। শেষ বিভাগের সমস্ত পুরস্কারই বিজেতাদের হাতে তুলে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেরা অভিনেতার পুরস্কার জিতে পরাণ নিজে যত না আপ্লুত হলেন, আবেগে ভেসে গেল গোটা প্রেক্ষাগৃহ।
পরবর্তী ‘সিনেমার সমাবর্তন’ ৮ জানুয়ারি।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়