জাতীয় পুরস্কার থেকে বাদ পড়ল ইন্দিরা গান্ধী ও নার্গিসের নাম
RBN Web Desk: চলচ্চিত্রে জাতীয় পুরস্কার (National Film Awards) থেকে বাদ পড়ল ইন্দিরা গান্ধী ও নার্গিস দত্তের নাম। শোনা যাচ্ছে, ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিধি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে নাকি এমনটাই জানানো হয়েছে। সেরা প্রথম ছবির জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরার নামাঙ্কিত জাতীয় পুরস্কার দেওয়া হতো। একইভাবে সেরা জাতীয় সংহতি বিষয়ক ছবির জন্য দেওয়া হতো নার্গিস দত্ত পুরস্কার।
সেরা জাতীয় সংহতি বিষয়ক ছবির পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৫ সালে। নার্গিস নিজেও জাতীয় পুরস্কার বিজেতা। ১৯৬৮ সালে ‘রাত ঔর দিন’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। সেরা প্রথম ছবির সঙ্গে ইন্দিরার নাম যুক্ত হয় ১৯৮৪ সালে।
আরও পড়ুন: না বলা কথার রেশ রেখে যায়
জাতীয় পুরস্কার ঢেলে সাজানোর জন্য কেন্দ্রীয় সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছে। শোনা যাচ্ছে সেই কমিটির সুপারিশেই বাদ দেওয়া হলো ইন্দিরা ও নার্গিসের নাম।