প্রায় জোর করেই ‘গুরুদক্ষিণা’র গান গেয়েছিলেন কিশোর: হরনাথ
RBN Web Desk: অঞ্জন চৌধুরীর ‘গুরুদক্ষিণা’ ছবির গান ‘কোথা আছ গুরুদেব আমি জানি না’ প্রায় জোর করেই গেয়েছিলেন কিশোর কুমার, প্রয়াত সুরকার বাপি লাহিড়ীর স্মৃতিচারণায় জানালেন পরিচালক হরনাথ চক্রবর্তী। ১৬ ফেব্রুয়ারি সকালে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
‘গুরুদক্ষিণা’ ছবির চিত্রনাট্য লিখতে বোলপুর গিয়েছিলেন অঞ্জন ও হরনাথ। বাপিও সেই সময় স্টেজ শো করতে শান্তিনিকেতন গিয়েছিলেন। অঞ্জনের ইচ্ছে ছিল ‘গুরুদক্ষিণা’র সঙ্গীতের দায়িত্ব নিক বাপি। সেই সময় তাঁর তুমুল ব্যস্ততা থাকলেও বাংলা ছবির কথা শুনে বাপি তৎক্ষণাৎ রাজি হয়ে যান। ছবিতে তাঁর মামা কিশোর কুমারকে দিয়ে গান গাওয়াতে রাজি করিয়েছিলেন বাপি। কিশোর নিজেও সেই সময় সাংঘাতিক ব্যস্ত। সারাদিন একাধিক গানের রেকর্ডিং করতেন।
আরও পড়ুন: ভাইরাল ভিডিও ও একটি রাত
‘কোথা আছ গুরুদেব আমি জানি না’ গানটি বাপি নিজে গেয়েছিলেন। রেকর্ডিংয়ের পর গানটি শুনে পছন্দও হয়েছিল তাঁর। ছবিতে সেটিই রাখতে চেয়েছিলেন। এদিকে বিকেলে রেকর্ডিং স্টুডিওতে এসে উপস্থিত হলেন কিশোর। বাপি তখন লাঞ্চ করছিলেন। কিশোর বললেন, ‘কোথা আছ গুরুদেব আমি জানি না’ তিনি গাইবেন। বাপি যতক্ষণে লাঞ্চ সেরে ফিরলেন, কিশোর ততক্ষণে রিহার্সল শুরু করে দিয়েছেন। বাপি একবারের জন্যও জানাননি গানটি ইতিমধ্যেই রেকর্ড করা হয়ে গেছে। কিশোরের গলায় ফের গানটির রেকর্ডিং করলেন তিনি এবং ছবিতে সেটাই রাখলেন। ৩৫ বছর পেরিয়ে সেই গান আজও সমান জনপ্রিয়।
পরবর্তীকালে হরনাথের ‘মঙ্গলদীপ’, ‘সংঘর্ষ’ ও ‘আজকের সন্তান’ ছবিতে সুর দিয়েছিলেন বাপি।
ছবি: গার্গী মজুমদার