ছোট পর্দায় ফিরছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়
RBN Web Desk: ছোট পর্দায় ফিরতে চলেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রায় দু’বছর বিরতির পর টেলিভিশনে ফিরছেন তিনি। বর্তমানে বড় পর্দা ও ওয়েব সিরিজ়ের কাজেই বেশি ব্যস্ত আছেন অনিন্দ্য।
কিছুদিন আগে এক বাংলা বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে শুরু হয়েছে জনপ্রিয় পৌরাণিক গল্প নিয়ে ধারাবাহিক ‘ঠাকুরমার ঝুলি’। এই সিরিজ়েরই ‘সোনা কাঠি রূপোর কাঠি’ গল্পে এক রাজার চরিত্রে দেখা যাবে অনিন্দ্যকে।
টেলিভিশনে এক সময় নিয়মিত কাজ করেছেন অনিন্দ্য। ছোট পর্দায় ফেরার কথা তিনি জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে।
তবে এখন আর নিয়মিত টেলিভিশনে দেখা যাবে না তাঁকে, জানিয়েছেন অনিন্দ্য নিজেই। এই ধারাবাহিকে তাঁর কাজ মাত্র কয়েকটি পর্বের জন্য। সেই কারণেই রাজি হয়েছেন তিনি।
দোলের দিন আর নয় বসন্ত উৎসব, সিদ্ধান্ত বিশ্বভারতীর
বড় পর্দায় অনিন্দ্য কাজ করেছেন সৃজিত মুখোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত, অরিন্দম শীল ও অঞ্জন দত্তর মত পরিচালকের সঙ্গে।