সহজ কথার গল্প, মুক্তি পেল ট্রেলার
RBN Web Desk: কখনও ভাঙা মনকে জোড়া লাগায়, আবার কখনও সামান্য অসাবধানতায় কারও মনে লেগে যায় আঘাত। কথার এমনই মাহাত্ম্য। দু’অক্ষরের শব্দ হলেও তার মহিমা সারাজীবন ধরে বোঝা যায়। সেই কথা কখনও অমৃত, কখনও আবার বিষ হয়ে দাঁড়ায় বক্তার প্রয়োগ বৈশিষ্ট্যে। আবার কিছু কথা চাইলেও বলে ওঠা হয় না সারাজীবন! সেই সমস্ত কথা নিয়েই পরিচালক জিৎ চক্রবর্তীর আগামী ছবি ‘কথামৃত’। অভিনয়ে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, বিশ্বনাথ বসু ও অদিতি চট্টোপাধ্যায়। পঞ্চমীর দিন দক্ষিণ কলকাতার এক পুজো মণ্ডপের মঞ্চে মুক্তি পেল ছবির ট্রেলার।
এই ছবিতে একজন মূক মানুষের চরিত্রে দেখা যাবে কৌশিককে। ছবি সম্পর্কে বলতে গিয়ে তিনি জানালেন, “পুজোয় ছবির ট্রেলার রিলিজ় করছে এটা খুব ভালো লাগার একটা ব্যাপার আমার কাছে। এরকম চরিত্র আগে করিনি। যে কোনও অভিনেতার কাছেই নতুন কিছু করাটা চ্যালেঞ্জিং। আমার খুব ভালো লেগেছে এই ছবিতে সনাতনের চরিত্রটা করে।”
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
ছবিতে এক প্রোমোটারের চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ। “আমার চরিত্রের নাম বাবুন ব্যানার্জি,” জানালেন তিনি। “এই চরিত্রটা আমার আগে করা চরিত্রের থেকে একেবারেই আলাদা। সেই চেনা কমেডির ধাঁচে এখানে আমাকে দেখা যাবে না। এই চরিত্রে দর্শক আমাকে প্রথমবার দেখবেন এটুকুই বলব এখন। আমাকে এমন একটা চরিত্রে ভাবার জন্য জিৎকে ধন্যবাদ ।”
নিজের দ্বিতীয় ছবি নিয়ে উচ্ছ্বসিত জিৎ। “কথামৃত অনেকটা সম্পর্কের মতো। আলাদা করে দিলে কথা মৃত শোনাবে, আবার জুড়ে দিলে সেই কথাই অমৃত হয়ে যায়। সম্পর্কও তেমনই। সবসময় তো আমরা ভেবে কথা বলি না। আবার সেই কথা কোথাও যুদ্ধ বাধিয়ে দেয়, কোথাও আবার যুদ্ধ থামিয়েও দিতে পারে। কথার এই গুরুত্ব নিয়েই ছবিটা, যা দর্শককে আয়না দেখাবে,” বললেন তিনি।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
খুব সহজ, সরল, চেনা মানুষের চেনা সম্পর্কের গল্প নিয়ে এই ছবি, কিন্তু সেটাই দর্শকের জীবনে কথামৃত হয়ে উঠবে বলে আশা রাখেন জিৎ।
ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জিৎ দত্ত। দৃশ্যগ্রহণে রয়েছেন মধুরা পালিত। সম্পাদনায় সংলাপ ভৌমিক। ছবিতে সুরের দায়িত্বে আছেন রণজয় ভট্টাচার্য, অমিত-ঈশান ও প্রসেনের দলবল।
১৮ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘কথামৃত’।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়