কিছু মানুষকে প্রশ্ন করি না, কৌশিকদা তাঁদেরই একজন: অপরাজিতা আঢ্য
কলকাতা: গতবছর পুজো নাগাদ কৌশিক গাঙ্গুলী তাঁকে ফোন করে বলেছিলেন ডেট খালি রাখতে। এতটাই বিশ্বাস তাঁর পরিচালকের ওপর যে কোনও প্রশ্ন করেননি তিনি, সংবাদমাধ্যমের সাথে এক আলাপচারিতায় জানালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য । কৌশিকের আসন্ন ছবি কিশোর কুমার জুনিয়র-এ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
তারপর কি হল?
“কৌশিকদা জিজ্ঞেস করেছিলেন, কি কারণে ডেট রাখতে বলছি জানতে চাইলি না তো? আমি বলেছিলাম, কিছু মানুষকে কখনও প্রশ্ন করি না,” বললেন অপরাজিতা।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
এই বছরে তাঁর অভিনীত ১০টা ছবি মুক্তি পাচ্ছে। তাই সময়ের অভাবে কিশোর কুমার জুনিয়র-এর চিত্রনাট্য নিয়ে বসতেই পারেননি পরিচালকের সাথে। সোজা জয়সলমীরে গিয়ে হাজির হন ছবির আউটডোরে।
কৌশিকের ছবিতে কিশোর কুমার জুনিয়র-এর স্ত্রী রীতার চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা। চরিত্রটি কেমন?
‘কণ্ঠী’ শব্দটা যন্ত্রণার: কৌশিক গাঙ্গুলী
“রীতা খুব সাহসী একজন মহিলা। পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছে নিজেকে। তাই নিয়ে কোনও অভিযোগ করে না সে। রীতা জানে কিশোর কুমারের গানেই তাঁর সংসার চলে। তবে ছেলে ঋষির ভবিষ্যৎ নিয়ে একটু হলেও চিন্তিত,” জানালেন অপরাজিতা।
১২ অক্টেবর মুক্তি পাচ্ছে কিশোর কুমার জুনিয়র।