প্রতিবাদ করতে এগিয়ে আসেননি কেউ, ক্ষোভ স্বস্তিকার
RBN Web Desk: অ্যাপ ক্যাব চালকের হাতে হেনস্থা হওয়ার সময় প্রতিবাদ করতে এগিয়ে আসেননি কেউ, এমনটাই অভিযোগ করলেন স্বস্তিকা দত্ত। গতকাল কলকাতার রাস্তায় একটি অ্যাপ ক্যাবে হেনস্থার শিকার হন বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী। অভিযোগ, গন্তব্যের বিপরীত দিকে নিয়ে গিয়ে, তাঁকে জোর করে মাঝপথে গাড়ি থেকে নামিয়ে দেন ক্যাব চালক। তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ করেছেন স্বস্তিকা। তাঁর বাবাকেও মারধর করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে ইএম বাইপাসের ওপর পঞ্চান্নগ্রামের কাছে।
সংবাদমাধ্যমকে স্বস্তিকা জানালেন, ঘটনাটি ঘটার সময় অনেক লোক জড়ো হন সেখানে। কিন্তু সবাই দেখলেও তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি কেউ। দিনের বেলাই যদি কোনও মহিলাকে এরকম ঘটনার শিকার হতে হয়, তাহলে রাতে চলাফেরা করা তো আরও বিপজ্জনক হয়ে উঠবে বলে উৎকণ্ঠিত তিনি। শহরের আমানবিক আচরণেরও ক্ষোভ প্রকাশ করেন স্বস্তিকা।
বড় পর্দার ধাঁচে ‘মুঘল-এ-আজ়ম’ ফিরল নাট্য মঞ্চে
পরে স্বস্তিকার অভিযোগের ভিত্তিতে ক্যাব চালককে আটক করে পুলিশ। তবে বারবার মহিলাদের আক্রান্ত হওয়ার ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কিছুদিন আগে নামকরা মডেল উষসী সেনগুপ্তকেও মধ্য কলকাতায় হেনস্থার শিকার হতে হয়।
‘দুগ্গা দু্গ্গা’ ও ‘ভজগোবিন্দ’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। বর্তমানে ‘বিজয়িনী’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে।