অভিনব নাট্যমেলায় আবাসনের শিল্পীরা

কলকাতা: শহরে এক অভিনব নাট্যমেলার আয়োজন করতে চলেছে ‘নাটকে আটক’ গোষ্ঠী। এই মেলার বিশেষত্ব হল, শুধুমাত্র  আবাসন প্রকল্পের বাসিন্দারাই এতে অভিনয় করেন। তার বাইরে বা পেশাদার কোনও শিল্পী এই নাট্যমেলায় অংশগ্রহণ করতে পারেন না।

‘নাটকে আটক’-এর কর্ণধার শর্মিষ্ঠা রায় রেডিওবাংলানেট-কে জানালেন, “প্রত্যেক আবাসনেই নাটক নিয়ে উৎসাহী ও গুণী শিল্পীরা রয়েছেন। এঁদের মধ্যে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি উদ্যম দেখা যায় তা হল নাটকের প্রস্তুতি পর্ব। রাত জেগে রিহার্সাল দেওয়া থেকে শুরু করে নাটকের সাজপোশাক, সবেতেই এই অপেশাদার শিল্পীদের প্রবল উৎসাহ দেখা যায়। আমরা এই উৎসাহটাকেই আর একটু বাড়িয়ে দিতে চাই একটা উপযুক্ত প্ল্যাটফর্মের মাধ্যমে।”

পঁচিশে ‘উনিশে এপ্রিল’

এ বছর এই মেলায় অংশগ্রহণকারী আবাসনগুলি হল হাইল্যান্ড পার্ক, ওয়েস্ট উইন্ড, ক্যালকাটা গ্রীনস এবং হ্যাপি নুক। আজ ও আগামীকাল তপন থিয়েটারে মঞ্চস্থ হবে এই আবাসনের শিল্পীদের অভিনীত নাটক। প্রথমদিন সংবর্ধনা দেওয়া হবে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মেঘনাদ ভট্টাচার্য, দীপঙ্কর দে, বিশ্বজিৎ চক্রবর্তী, দোলন রায়, সুপ্রিয় দত্ত ও সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়কে।

২০১৯-এ পঞ্চম বর্ষে পদার্পণ করল এই নাট্যমেলা।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *