আগের থেকে ভালো আছেন চিত্রা সেন
RBN Web Desk: আগের থেকে ভালো আছেন চিত্রা সেন (Chitra Sen)। ২ মে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যে সমস্যা দেখা দিয়েছিল। তবে আগের থেকে তিনি অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন তাঁর পুত্র অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)।
সংবাদমাধ্যমকে কৌশিক জানিয়েছেন তাঁর মায়ের ইসিজি, ইকো সব পরীক্ষাই করানো হয়েছে। রিপোর্ট সব ঠিক আছে। ডাক্তাররা জানিয়েছেন, ভয়ের কোনও কারণ নেই। ৮৫ পেরিয়েছেন অভিনেত্রী। বার্ধক্যজনিত নানা সমস্যা মাঝেমধ্যেই দেখা দেয়। কোমরে ব্যাথা এবং স্নায়ুর সমস্যাও দেখা দিচ্ছে। তার ওপর এত গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে কাল বা পরশু তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন কৌশিক।
আরও পড়ুন: ‘নকল’ মুকুলের দাবি মেনে শিক্ষিকাদের সরিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়
গতবছরও মেগাধারাবাহিকে কাজ করেছেন চিত্রা সেন। তবে বেশে কয়েকমাস ধরে আর শুটিং ফ্লোরে যাচ্ছিলেন না তিনি।
মঞ্চে দাপটের সঙ্গে অভিনয় করা ছাড়াও একাধিক ছবিতে কাজ করেছেন চিত্রা সেন।