চলে গেলেন সতীশ ‘বীরবল’ খোসলা
RBN Web Desk: ‘শোলে’ ছবিটি দেখেননি, এমন মানুষ পাওয়া দুষ্কর। ছবিতে জয় ও বীরু যখন জেল থেকে পালানোর নকল পরিকল্পনা করছে, তখন জেলারের গুপ্তচর এক কয়েদির গোঁফ কামাতে-কামাতে সে খবর শুনতে পেয়েছিল। খবরটি তার কানে আসামাত্র সে গোঁফ কামানো অর্ধেক বাকি রেখেই জেলারকে খবর দিতে ছুটে যায়। অর্ধেক গোঁফ নিয়ে বসে থাকা সেই নামহীন, হতভাগ্য লোকটির ভূমিকায় অভিনয় করেছিলেন সতীশ খোসলা ওরফে বীরবল।
‘দো বদন’ ছবিতে প্রথম অভিনয় করলেও ‘বুঁদ জো বন গয়ে মোতি’তে তিনি প্রথমবার দর্শকের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর বহু সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেন। তার মধ্যে ‘আরাধনা’, ‘মেরা নাম জোকার’, ‘গ্যাম্বলার, ‘মিঃ ঔর মিসেস খিলাড়ি’র মতো ছবি। ২০২২ সালে ‘১০ নেহি ৪০’ ছবিতে শেষবার অভিনয় করেন তিনি।
আরও পড়ুন: ফিরছে অনুমেঘা ও মহাব্রত, এবার সঙ্গে অনির্বাণ
অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, রাজেশ খন্না, হেমা মালিনীর মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সতীশ। গতকাল ৮৪ বছর বয়সে হাসপাতালেই তাঁর জীবনাবসান হয়।