কৃতি নারী শিল্পীদের সম্মাননায় ভামা
কলকাতা: আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে শহরে হয়ে গেল নারী শিল্পীদের নিয়ে একদিনের শিল্পের উৎসব ‘ভামা’। এই উৎসব এমন সব নারী শিল্পীদের সন্মানিত করতে চায় যারা শিল্পী হিসেবে সুপরিচিত নাম, ও পরিচিত করতে চায় তাদের, যারা সেই অর্থে নতুন হয়েও ইতিমধ্যেই ভালো কাজ করছেন।
এই উদ্দেশ্যে বাচিকশিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের তত্বাবধানে এক মনোজ্ঞ অনুষ্ঠান গতকাল হয়ে গেল দক্ষিণ কলকাতায়। অনুষ্ঠানের উদ্বোধন করলেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব চৈতালী দাশগুপ্ত ও সমাজকর্মী মনীষা পৈলান।
হারানো লেত্তি, হারানো লাট্টু
বৃহত্তর অর্থে বিভিন্ন ক্ষেত্রের নারী শিল্পীদের স্বীকৃতি দিতে চায় ভামা, এই বছর থেকে চালু হওয়া ‘শি ক্রাফট’ পুরস্কারের মাধ্যমে। এই বছর এই সন্মান পেলেন ড্রামা থেরাপিস্ট শুকতারা লাল, গায়িকা সারণী পোদ্দার (মিলিপুট ব্যান্ড), নৃত্যশিল্পী পারমিতা সাহা ও অভিনেত্রী সৌরসেনী মৈত্র। শিল্পের সমস্ত রকম দিকগুলি যেমন মৃৎশিল্প, চারুকলা, চিত্রশিল্প, নৃত্য, সঙ্গীত এই সবকিছুকে নিয়ে কাজ করতে চায় ভামা। উৎসাহ দিতে চায় শিল্পীদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ, অনসূয়া মজুমদার, চলচ্চিত্র পরিচালক পৃথা চক্রবর্তী ও বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য ব্যক্তিত্বরা।
যে জন থাকে মাঝখানে
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুজয় বললেন, “আমরা আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এই পুরস্কার দেওয়ার কথা ভেবেছি। যারা আজ এই পুরস্কার পাচ্ছেন তাঁরা সকলেই তরুণ প্রজন্মের। এঁরা আমাদের কাছে সেই সময়ের প্রতিভূ যে সময়টায় আমরা এখন রয়েছি। এঁরা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় প্রতিভার সাক্ষর রেখেছেন।”
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন অনন্যা ভৌমিক। কত্থকের ওপর ফিউশন প্রদর্শন করেন নৃত্যশিল্পী অন্বেষা খাসনবীশ। পাশ্চাত্য সঙ্গীত পরিবেশন করেন সৃজনী রায়চৌধুরী। হারমোনিকা বাজিয়ে শোনালেন মন্দিরা ঘোষ। শিল্পী সুদক্ষিণা দের কণ্ঠে শোনা গেল তাঁর স্বরচিত গান।
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
প্রদর্শনীতে ছিল চিত্রশিল্পী নম্রতা কর্মকারের ছবি, দাকশা পোপটের গ্লাস পেইন্টিং-এর কাজ। গামছার ওপর নানান রকমের হাতের কাজ করেছেন ত্রি। এছাড়াও ছিল মহুয়া লাহিড়ীর কাঁথা স্টিচের কাজ ও স্নেহা বাগচির নানান ধরণের মৃৎশিল্পের কাজ।
অনুষ্ঠানে ভামা’র উদ্যোগ ‘দ্য ফরবিডেন শি’ এবং ‘এনটিটি’ নাটিকা দুটিও পরিবেশন করা হয়। দুটিই নারীজীবনের নানান অজানা কথা বলে।