জন্মদিনে সিধুর প্রথম কবিতার বই প্রকাশ

RBN Web Deskসঙ্গীতশিল্পী সিদ্ধার্থ শঙ্কর রায় ওরফে সিধুর প্রথম কবিতার বই প্রকাশিত হলো সম্প্রতি। ২৮ ডিসেম্বর, দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় সিধুর ‘মধ্যরাতের ব্লুজ’-এর প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিজিৎ বর্মণ (পটা), অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, সৌমিত্র রায়, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, অনুপম রায়, গৌরব চট্টোপাধ্যায়(গাবু), প্রস্মিতা পাল, শতরূপ ঘোষ, উজ্জয়িনী মুখোপাধ্যায়রা।

সিধু জানালেন, “এই কবিতাগুলো নানা সময়ে লেখা। যখন রাত নামে, চারিদিক শান্ত হয়ে যায়, তখন কবিতারা মাথায় ভিড় করে। এতে প্রেম, প্রকৃতি, সামাজিক প্রেক্ষাপট নানা বিষয়ে লেখা রয়েছে।”

মোট একুশটা কবিতা রয়েছে এই বইতে। দশ বছর বা তারও পুরোনো কিছু কবিতাও রয়েছে সংকলনে। বইয়ের প্রকাশক অভিযান পাবলিশার্স।

আরও পড়ুন: ঠাকুরের নাম এক

বইপ্রকাশ অনুষ্ঠানের পর গানে গানে গলা মেলালেন সিধু, অনিন্দ্য, উপল, প্রস্মিতারা। গিটারে ছিলেন প্রবুদ্ধ। উপস্থিত ছিলেন সিধুর ক্যাকটাস ব্যান্ডের বন্ধুরাও। অনিন্দ্য-উপল গাইলেন ‘ভিনদেশী তারা’ এবং গাবুর কণ্ঠে শোনা গেল ‘পালিয়ে বেড়াই’। সিধু নিজে গাইলেন ‘বাড়লে বয়স’ ও ‘হলুদ পাখি’র মতো গান।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *