‘ঘর মে রহোগে তো মরদ পিটেগা, বাহর নিকলোগে তো কুত্তা নোচ লেগা’
RBN Web Desk: ঘরে মরদের হাতে মার। আর বাইরে পাগলা কুকুরের মারণকামড় থেকে পালিয়ে বাঁচা। নারী স্বাধীনতার ধ্বজা উড়িয়ে ঠাণ্ডা ঘরে অগুনতি সভা সমিতি আর সরকারি-বেসরকারি কার্যক্রমের মাঝখানে, স্বাধীনতার ৭১ বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও এ দেশে নারীর সামাজিক পরিস্থিতির নির্যাস বোধহয় একই থেকে যায়।
তবু রুখে দাঁড়ানোর হিম্মৎ দেখায় কেউ। একা না হলেও একসাথে। সাহস যোগায় বাকিদের। দৃষ্টান্ত হয়ে থাকে সেই লড়াই। জিততে না পারলেও লড়ে হারার মধ্যে জয়ের গন্ধটা একবার হলেও তো পাওয়া যায়, বিশেষ করে সেই দেশে যেখানে এখনও যুবতী মানে সন্তান প্রসবের কল, আর বৃদ্ধা মানে সেই সন্তানের দ্বারাই শেষবয়সে বিতাড়িত হওয়া কোনও ষাটোর্দ্ধ মহিলা।
সেরকমই তিন নারীর লড়াইয়ের গল্প এবার পর্দায় আনতে চলেছেন পরিচালক অভিষেক সাহা। ছবির নাম উড়ণচণ্ডী। তিন উড়ণচণ্ডীর ভূমিকায় চিত্রা সেন, সুদীপ্তা চক্রবর্তী ও রাজনন্দিনী পাল। অনেকদিন পর আবার বড় পর্দায় চিত্রা সেন। রাজনন্দিনীর এটি প্রথম ছবি। এক ট্রাক ড্রাইভারের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চৈতী ঘোষালের পুত্র অমর্ত্য রায়। অমর্ত্যরও প্রথম ছবি এটি।
আমার মুক্তি আলোয় আলোয়
অভিষেকের কথায়, বাংলায় এটাই প্র্রথম ‘রোড মুভি।’ কলকাতা-পুরুলিয়া হাইওয়ের ওপর রিয়েল টাইমে শুটিং করেছি আমরা। পুরোটাই আউটডোর। অন্তর্দৃশ্য নেই বললেই চলে।
উড়ণচণ্ডীর সঙ্গীত হেঁসেল সামলেছেন দেবজ্যোতি মিশ্র। ছবির সম্ভাব্য মুক্তি ৩ আগস্ট।