অবহেলিত হেমন্তের উদযাপন করবে কথাদের বায়স্কোপ

RBN Web Desk: গ্রীষ্মের দাবদাহে যখন মনটা হাঁসফাঁস করে উঠে পাহাড়ের পথে পালানোর কথা ভাবে, ঠিক তখনই আকাশ কালো করে নামে বৃষ্টি। বর্ষা নিয়ে মানুষের মাতামাতির অন্ত থাকে না। তারপর বর্ষাবিদায়ের পালা শেষ হতেই একরাশ আনন্দ নিয়ে আসে শরতের ডালি। আবার বচ্ছরকার মতো উৎসবের ছোঁয়া ফুরোতে না ফুরোতেই বাতাসে হিমেল হাওয়ার শিরশিরানী সাবধান করে দিয়ে যায়। মিঠে রোদের আরামে ঝরা পাতার গান শুনে আমরা শীতকে মনেপ্রাণে স্বাগত জানাই। সে বড় আদরের ঋতু।

কিন্তু এসবের ফাঁকে এককোণে অবহেলায় পড়ে থাকে একজন, সে হেমন্ত। সারা বছরের ঋতুর ভিড়ে তার কথা কারোর মনেই থাকে না। বাকি পাঁচ ঋতু যে আপ্যায়ন, যে আয়োজন পায়, হেমন্ত তার ছিটেফোঁটাও পায় না। অথচ শীতের হাওয়াকে সেই সযত্নে লালন করে তার নবান্নের অস্তিনের আড়ালে। তবু কেমন করে যেন কারোর মনে থাকে না তাকে। যেমন কিছু মানুষের অস্তিত্ব সেভাবে কখনওই স্পষ্ট হয়ে ওঠে না, তেমনই হেমন্তও যেন চির অবহেলিত। সে থেকেও নেই। 

আরও পড়ুন: ধূমাবতীর চরিত্রে টেলিভিশনে ফিরছেন ইশানী

মঞ্চে এই ভাবনাকেই উপস্থাপন করতে চলেছে কথাদের বায়স্কোপ গোষ্ঠী। তাদের আয়োজনে হেমন্তর সঙ্গে তেমনই কিছু মানুষের অবহেলিত জীবনের কথা শোনাবে গুলশনারা পরিচালিত ‘হেমন্ত অধ্যায়’। যেসব আড়ালে থেকে যাওয়া মানুষগুলির কথা উঠে আসবে তাঁরা হলেন ইসমত চুঘতাই, বিনয় মজুমদার, ফ্লোরেন্টিনো ও এক বৃহন্নলা। সৃজনে থাকছেন সুমন্ত, দেবরাজ, সৌপ্তিক, প্রসেনজিৎ, জয়, সৌমেন, সায়ন, গুলশনারা, রাজা, দীপঙ্কর ও অভিনব। 

৭ ডিসেম্বর রঙে রেখায় আর্ট গ্যালারিতে মঞ্চস্থ হতে চলেছে ‘হেমন্ত অধ্যায়’। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *