জন্মদিনে চমক, সৌমিত্রর চরিত্রে অভিনেতার নাম ঘোষণা পরিচালকের
RBN Web Desk: সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক তৈরী করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, এ কথা এতদিনে প্রায় সবারই জানা। আজ ৮৬-তে পা রাখলেন প্রবীণ অভিনেতা। আর আজই আনুষ্ঠানিকভাবে সৌমিত্রর বায়োপিক ঘোষণা করলেন পরিচালক।
তবে চমক অন্য জায়গায়। যুবা বয়সের সৌমিত্রর চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে তাই নিয়ে টালিগঞ্জ স্টুডিওপাড়ায় জল্পনা ছিল তুঙ্গে। আজ সেই জল্পনারও অবসান ঘটালেন পরম। জানালেন যে এই ভূমিকায় দেখা যাবে যীশু সেনগুপ্তকে। তবে এই ছবিতে সৌমিত্র থাকছেন না এমনটা আগে শোনা গেলেও, পরম জানিয়েছেন যে অভিনেতার পরিণত বয়সের চরিত্রে অভিনয় করবেন সৌমিত্র নিজেই। এর আগে পরমব্রতর পরিচালনায় ‘সোনার পাহাড়’ ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র ও যীশু ।
আরও পড়ুন: শেষ হতে চলেছে ‘বকুল কথা’, আসছে নতুন ধারাবাহিক
ছবির চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত। বাংলা ইন্ডাস্ট্রির অনেক অজানা কথাও জানা যাবে এই ছবির মাধ্যমে।
ছয় দশকেরও বেশি অভিনয় জীবনে তিনশোর বেশি ছবিতে কাজ করেছেন সৌমিত্র।
ছবি: গার্গী মজুমদার