নজরুল স্মরণে সাম্যের গানে মিলল দুই বাংলা

এডিনবরা: কাজী নজরুল ইসলাম স্মরণে মিলল দুই বাংলা। গতকাল এডিনবরা বিশ্ববিদ্যালয়ে নজরুল স্মরণে অনুষ্ঠিত হলো ‘গাহি সাম্যের গান’। পরিচালনায় ছিলেন নজরুল গবেষক ও কলকাতার ছায়ানট সংস্থার সভাপতি সোমঋতা মল্লিক। স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশ ও ভারতের বাঙালিদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিনবরা নেপিয়ার বিশ্ববিদ্যালয়ের স্কটিশ সেন্টার অফ টেগোর স্টাডিজ়ের প্রতিষ্ঠাতা বাসবী ফ্রেজ়ার। ছিল স্থানীয় শিল্পীদের আবৃত্তি এবং নজরুলগীতি পরিবেশনা। অনুষ্ঠানে মুজিবর রহমান পরিচালিত নজরুলের জীবনীভিত্তিক তথ্যচিত্র ‘নজরুল জীবন পরিক্রমা’ও প্রদর্শিত হয়। 

অনুষ্ঠানের উদ্যোক্তারা মনে করেন, নজরুলকে স্মরণ করা আজ  ভীষণ দরকার। বর্তমান পৃথিবীতে ধর্ম ও জাতপাতের নামে প্রতিনিয়ত যে সন্ত্রাস ও হানাহানি চলছে, তখন নজরুলই মনে করিয়ে দেন হিন্দু-মুসলমান একই বৃন্তের দুটি কুসুম। মুসলমান এই কবির স্ত্রী ছিলেন হিন্দু। অজস্র শ্যামাসংগীত ও প্রেমের গান লিখেছেন নজরুল।

আরও পড়ুন: ‘আগে শুধু অভিনয়টা মন দিয়ে করলেই চলতো’

গোটা পৃথিবীতেই রবীন্দ্রনাথ ঠাকুরের তুলনায় নজরুল চর্চা অনেকটাই কম। বাংলাদেশের জাতীয় কবি নজরুলের স্মরণে এই অনুষ্ঠান শুধু যে দুই বাংলার মধ্যে সম্প্রীতি স্থাপন করবে তাই নয়, প্রবাসে বেড়ে ওঠা  পরবর্তী প্রজন্মকেও শেখাবে সাম্যের গান, দাবী উদ্যোক্তাদের।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *