সিনেমা তৈরির গল্পে নতুন জুটি মীর-ঋত্বিকা

RBN Web Desk: বড়পর্দায় নতুন জুটি বাঁধতে চলেছেন ঋত্বিকা সেন (Rittika Sen)। এবার তাঁর নায়ক নবাগত অভিনেতা মীর। আতিউল ইসলাম পরিচালিত ‘মহরত’ ছবিতে দেখা যাবে দুজনকে। সঙ্গে থাকবেন দেবলীনা দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ, অনিন্দিতা সোম, রাজু মজুমদার, হিয়া রায় ও স্বরলিপি ঘোষ। 

ছবির ভেতর আর এক ছবি। অর্থাৎ সিনেমা তৈরির গল্প ঘিরেই তৈরি হয়েছে এই থ্রিলার কাহিনি। কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শুটিং করতে গিয়ে খুন হয়ে যান শহরের নামী অভিনেত্রী অপর্ণা মুখার্জি। অপর্ণার প্রাক্তন স্বামী সৃজন ব্যানার্জি একজন নামকরা চিত্র পরিচালক। আইনি বিচ্ছেদের তিন বছর পর দুজনের দেখা হয়েছিল এই শুটিং ফ্লোরেই। তবে কি অপর্ণার মৃত্যুর জন্য সৃজনই দায়ী?

আরও পড়ুন: অভিনব উদ্যোগ, রাজ কপূর স্মরণে সার্কাসের তাঁবুতে ‘সিনেমার সমাবর্তন’

সিআইডির দুই তদন্তকারী অফিসারের হাতে উঠে আসে ছবির বাংলাদেশী নায়ক সোহেল খানের নাম। তদন্ত চলাকালীন নিত্যনতুন খবরে তোলপাড় করতে থাকে মিডিয়া। তদন্তের সঙ্গে-সঙ্গে ক্রমশ সামনে আসতে থাকে প্রতিপত্তির লোভে চেনা মানুষও কীভাবে অচেনা হয়ে যায়। কীভাবে সমাধান হবে অপর্ণা খুনের রহস্য? 

ছবির প্রসঙ্গে মীর জানালেন, “প্রথমবার বড় ছবির মূল চরিত্রে অভিনয় করছি। অনেকটা দায়িত্ব থাকে ছবির প্রধান মুখ হলে। আশা করব দর্শকের ভালো লাগবে।” 

ছবির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ।

এ বছরেই মুক্তি পাবে ‘মহরত’। 

Anurag Kashyap

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *