পাক সেনা অফিসারের চরিত্রে অভিনয় করবেন ভরত কল
RBN Web Desk: এক পাকিস্তানি সেনা অফিসারের ভূমিকায় এবার অভিনয় করতে চলেছেন ভরত কল। গল্পের মোড় ঘোরানোর জন্য ইদানিং প্রায় সব ধারাবাহিকেই আনা হচ্ছে নতুন নতুন চরিত্র। সেই ধারা বজায় রেখেই, ‘সীমানা পেরিয়ে’-তে দেখা যাবে ভরতকে। তাঁর অভিনীত চরিত্রটির নাম জেনারেল সরফরাজ়।
ভরত টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। দীর্ঘদিন ধরে কাজ করছেন ছোট পর্দায়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিকগুলোর মধ্যে ‘পুণ্যি পুকুর’, ‘দেবীপক্ষ’, ‘এই ছেলেটা ভেলভেলেটা’, ‘ফাগুন বউ’ ও ‘প্রতিদান’ অন্যতম। টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায়ও অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায় ও সন্দীপ রায়ের মত পরিলালকদের ছবিতে কাজ করেছেন এই অভিনেতা।
বাংলায় ভয় পাওয়ার মত ভূতের ছবি হয়ই না, দাবী মৈনাকের
খল চরিত্রেই বেশি দেখা যায় ভরতকে। সংবাদমাধ্যমকে তিনি জানালেন, ‘সীমানা পেরিয়ে’র মত ধারাবাহিকে তিনি আগে কাজ করেননি। আজ অবধি ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের উপর কোনও ধারাবাহিক তৈরি হয়নি। ‘সীমানা পেরিয়ে’ই প্রথম, বললেন ভরত।