রাগনির্ভর ফিউশন সঙ্গীত নিয়ে মুক্তি পাচ্ছে ‘গুলদস্তা’
RBN Web Desk: ইদানিং বাংলা বাণিজ্যিক ছবিতে গানের ব্যবহার কমে এসেছে। আগে যেখানে ছবির জনপ্রিয়তা নির্ভর করতো গানের ওপর, সেখানে বর্তমানে একটা কিংবা দুটোর বেশি গান রাখা হয় না। সেই ধারা বজায় রেখেই পরিচালক অর্জুন দত্তর ছবি ‘গুলদস্তা’য় গান থাকছে মাত্র দুটি। ছবির তিন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ও দেবযানী চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন ঈশান মজুমদার, অনুভব কাঞ্জিলাল, অনুরাধা মুখোপাধ্যায় ও অভিজিৎ গুহ। অর্জুনের আগের ছবি ‘অব্যক্ত’র মতোই এ ছবিতেও সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্য ঋত।
ছবির গান প্রসঙ্গে সৌম্য রেডিওবাংলানেট-কে জানালেন, “অর্জুন ছবিতে বেশি গান রাখার পক্ষপাতী নয়। ও রাগাশ্রয়ী গানই বেশি পছন্দ করে। তাই ‘অব্যক্ত’র মতো এই ছবির সঙ্গীতও রাগনির্ভর। আমার নিজেরও এই ধরণের সুর করতে ভালো লাগে। সমসাময়িক বা আধুনিক সুর তো অনেকেই করছেন। তবে আমার মনে হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে ফিউশন করতে পারলে তার একটা আলাদা আবেদন থাকে।”
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
ছবিতে ‘রঙ্গ রসিয়া’ গানটি গেয়েছেন শাওনি। শীর্ষসঙ্গীত ‘গুলদস্তা’ আলাদাভাবে গেয়েছেন রূপঙ্কর বাগচী ও মহুয়া।
রূপঙ্করের মতো শিল্পীর পাশাপাশি নতুন শিল্পীদের দিয়ে গাওয়ালেন কেন? “আমিও নিজেও তো নতুন,” অকপট স্বীকারোক্তি সৌম্যর। “আমাদের প্রথমে ভালো গায়ক-গায়িকাদের দিয়ে গাইড ট্র্যাক গাওয়াতে হয় সেটার জন্য ভীষণ তৈরি গলার দরকার পড়ে। তারপর কোনও নামী শিল্পীকে দিয়ে গানটা রেকর্ড করানো হয়। তবে এক্ষেত্রে শাওনি ও মহুয়া দুজনেই এত ভালো গেয়েছে যে ওদের গানটা অন্য কাউকে দিয়ে ডাবিং করার কথা ভাবিইনি।”
আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘গুলদস্তা’।