ফাইটার নিয়ে ক্ষোভ প্রতিবেশী রাষ্ট্রে
RBN Web Desk: সিদ্ধার্থ আনন্দের আগামী ছবি ‘ফাইটার’ (Fighter) নিয়ে ক্ষোভ বাড়ছে পাকিস্তানে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। পুলওয়ামা কাণ্ডকে কেন্দ্র করে ছবির প্লট সাজানো হয়েছে, তা ট্রেলার থেকে স্পষ্ট। সেখান থেকেই ক্ষোভের শুরু। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও অনিল কপূর (Anil Kapoor)।
২০১৯ সালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা শহরে ভারতীয় সেনা কনভয়ের ওপর বোমা এসে পড়ায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। এক পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন এই অতর্কিত হানার দায় স্বীকার করে বিবৃতি দিলেও ভারত এর জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে। পরবর্তীতে বায়ুসেনা প্রধান অভিনন্দন বর্তমানের নেতৃত্বে ভারত পাল্টা আক্রমণ করে।
আরও পড়ুন: প্রথমবার দ্বৈত চরিত্রে দেব?
সেই ঘটনা নিয়েই সাজানো হয়েছে ‘ফাইটার’ ছবির প্লট। ছবির ট্রেলারে অভিনেতা হৃতিকের মুখে পাকিস্তান বিরোধী সামরিক সংলাপ শুনে বেজায় চটেছেন সে দেশের বিনোদন শিল্পীরা। তাঁদের মধ্যে কেউ-কেউ বলেছেন কাশ্মীর ভারতের অধীনস্থ রাজ্য। কিন্তু কাশ্মীরের মানুষ কী চায় সেটা কি তাদের কাছে কখনও জানতে চাওয়া হয়েছে? আবার কেউ বলেছেন এমনিই সারা পৃথিবী জুড়ে হিংসার বাড়বাড়ন্ত। এর মধ্যে আবার ছবির মাধ্যমে কি হিংসা না ছড়ালেই নয়?
সব মিলিয়ে দু’দেশের বিনোদন দুনিয়ার মধ্যে ফাটল স্পষ্ট। ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘ফাইটার’।