আবারও স্করসেসির সেরায় সত্যজিৎ

RBN Web Desk: সত্যজিৎ রায় পরিচালিত ‘শতরঞ্জ কে খিলাড়ি’ তাঁর অন্যতম প্রিয় আন্তর্জাতিক ছবি বলে মনে করেন মার্টিন স্করসেসি। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে গণ্য স্করসেসি এর আগেও একাধিকবার সত্যজিতের ছবি দেখে তাঁর মুগ্ধতার কথা জানিয়েছেন।

সম্প্রতি তাঁর পছন্দের ৪০টি আন্তর্জাতিক ছবির একটি তালিকা প্রকাশ করেছেন স্করসেসি। সেই তালিকায় স্থান পেয়েছে অরসন ওয়েলেসের ‘সিটিজ়েন কেন’, জঁ লু গোদারের ‘কনটেম্প্ট’, জঁ রেনোয়াঁর ‘দ্য রিভার’, আরি অ্যাস্টারের ‘মিডসোমার’ ও ভ্যাল লিউটনের ‘আইল অফ দ্য ডেড’-এর মতো ছবি।  

আরও পড়ুন: বিপরীত মেরুর রুদ্রিকের সঙ্গে মালাবদল, কোন লড়াইয়ের প্রস্তুতি তিথির?

‘শতরঞ্জ কে খিলাড়ি’ সম্পর্কে স্করসেসি বলেছেন যে খুব কম পরিচালকই আছেন যাঁরা তাঁদের ছবিতে ইতিহাসের কোনও সন্ধিক্ষণকে ঠিকমতো তুলে ধরতে পারেন। সেই কাজটাই সত্যজিৎ করে দেখিয়েছন তাঁর এই ছবিতে। ‘শতরঞ্জ কে খিলাড়ি’ দেখার সময় তাঁর মনে হচ্ছিল ওই সময়টায় তিনি নিজে উপস্থিত রয়েছেন। ইটস বিগ অ্যান্ড ট্র্যাজিক, বলেছেন স্করসেসি।

মুনশি প্রেমচন্দের কাহিনী অবলম্বনে, ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘শতরঞ্জ কে খিলাড়ি’র মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার, সৈয়দ জাফরি, রিচার্ড অ্যাটেনবরো, আমজাদ খান, শাবানা আজ়মী ও ফারুক শেখ। ১৮৫৭-এর সিপাহী বিদ্রোহের পটভূমিতে নির্মিত হয়েছিল এই ছবি।       



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *