এখন শুধু সৃজিতের চিত্রনাট্য অনুযায়ী বিহেভ করতে হয়: টোটা

RBN Web Desk: পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে গেলে এখন শুধু চিত্রনাট্য অনুযায়ী বিহেভ করলেই হয় বলে জানালেন অভিনেতা টোটা রায়চৌধুরী। সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে সৃজিতের ওয়েব সিরিজ় ‘ফেলুদার গোয়েন্দাগিরি’র প্রথম সিজ়ন ‘দার্জিলিং জমজমাট’-এ মূল চরিত্রে অভিনয় করছেন টোটা। তোপসে ও জটায়ুর চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী ও কল্পন মিত্র।

আদতে নন-স্মোকার টোটা ফেলুদা চরিত্রের জন্য দিনে পঁচিশটার মত সিগারেটও খেয়েছেন বলে জানা গেল। “আমি কিন্তু শ্যুটিংয়ের প্রথমদিনে ধরেছি আর শেষদিনে ছেড়ে দিয়েছি। চরিত্রের জন্য তো অনেককিছুই করতে হতে পারে। আর ফেলুদার জন্য এটুকু অবশ্যই করা যায়। কিন্তু যেহেতু আমি খাই না তাই খেতে গিয়ে বুঝেছি দমের ঘাটতি হচ্ছে। যারা খায় তারা যে নিজের কত বড় ক্ষতি করে সেটা বুঝতে পেরেছিলাম ওই ক’দিনে,” রেডিওবাংলানেট-কে বললেন টোটা। 

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

ফেলু চরিত্রে এটা টোটার তৃতীয় কাজ। এর আগে ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কান্ড কাঠমান্ডুতে’ অভিনয় করেছেন তিনি। তৃতীয়বার ফেলুদার চরিত্রে কাজ করাটা কতটা সহজ ছিল?

“এতদিনে যেহেতু সমন্বয়টা তৈরি হয়ে গেছে, তাই অভিনেতাদের মধ্যে সম্পর্কটাও এখন সাবলীল। সৃজিতকেও এখন আর খুব একটা বলতে হয় না। আমরা তিনজনেই জানি ও কী চাইছে। এখন আর আলাদা করে অভিনয়ের করার দরকার পড়ে না। এছাড়া অন্যান্য অভিনেতারা প্রত্যেকেই এত অভিজ্ঞ যে কোথাও অসুবিধা হয়নি,” বললেন টোটা।

জুনে হইচইতে মুক্তি পেতে চলেছে ‘দার্জিলিং জমজমাট’।

ছবি: গার্গী মজুমদার




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *