মনকেমনের শহরে ভালোবাসার জার্নি ‘ইতি মেমোরিজ়’
RBN Web Desk: গড়ের মাঠ, শ্যামবাজার পাঁচমাথার মোড়, ঢাকুরিয়া লেক, ধর্মতলা, পার্ক স্ট্রিট, গড়িয়াহাট বা বাগবাজার—যতই ভিড় হোক বা নোংরা—সমস্ত কলকাতাবাসীকে অদ্ভুত এক মায়ায় বেঁধে রাখে। এ শহরের ধুলো ধোঁয়া ছেড়ে ক’দিন বাইরে বেড়াতে গেলেও সপ্তাহ শেষে এই ঘিঞ্জি শহরটাই যেন আবারও বাড়ি ফিরতে বলে। কিছুতেই ছেড়ে থাকা যায় না এ শহরের এমনই মায়া। সেই শহরই উঠে আসছে সমদর্শী দত্তের পরিচালনায় ওয়েব সিরিজ় ‘ইতি মেমোরিজ়’-এ। অভিনয়ে থাকবেন সৌম্য মুখোপাধ্যায়, তানিকা বসু, অভিজিৎ দত্ত, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার, শাব্বির বেইগ, মিঠুন দেবনাথ, কৌশিক সীল ও অয়ন্তিকা নাথ।
‘ইতি মেমোরিজ়’-এর গল্প মল্লারকে নিয়ে। বহু বছরের প্রেমিকা আহেরীর আবদার মেটাতেই কলকাতায় পা রাখতে হয় প্রবাসী মল্লারকে। আহেরীর প্রাণের শহর কলকাতা। তাই একে অন্যের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে মল্লারকে সে কলকাতা চেনাবেই। আহেরীর ইচ্ছে এই শতাব্দী প্রাচীন শহরে সে মল্লারের ট্যুর গাইড হয়ে তাকে ঘুরে দেখাবে। তবে কথা রাখতে পারে না আহেরী। মল্লারের বিমান যেদিন কলকাতায় নামে, সেদিনই এক মর্মান্তিক দুর্ঘটনায় চিরতরে চলে যায় আহেরী। বান্ধবীর মৃত্যু যেন আরও বেশি করে মল্লারকে এ শহরের সঙ্গে জড়িয়ে ফেলে। শুরু হয় মল্লারের কলকাতা যাপন। কেমন হবে তার নতুন জার্নি?
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
সিরিজ়ে দৃশ্যগ্রহণে করেছেন সৌরভ বন্দ্যোপাধ্যায় ও দীপ্যমান ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনা করেছেন শ্রাবণ ভট্টাচার্য, সম্পাদনায় কৌস্তভ সরকার।
কিছুদিনের মধ্যেই ক্লিক ওটিটি মাধ্যমে দেখা যাবে ‘ইতি মেমোরিজ়’।