বাঙাল-ঘটির যুদ্ধে মাঠে নামছেন শর্মিলা, সাহেব
RBN Web Desk: বাঙাল আর ঘটির যুদ্ধ চিরকালীন। ফুটবলের মাঠ পেরিয়ে সেই যুদ্ধ এসে থেমেছে ভোজনরসিক বাঙালির খাবার পাতে। ইলিশ বনাম চিংড়ি যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হয় খাদ্যারসিক বাঙালি। বাঙাল-ঘটির লড়াইকে আরও মজবুত করতে এবার মাঠে নামছেন শর্মিলা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। ‘রান্নাবান্না’র বিশেষ বাঙাল ও ঘটি স্পেশাল পর্বগুলোতে অংশগ্রহণ করবেন তাঁরা।
এই পর্বে থাকবে নবাবী বেগুন পসন্দ, ভেটকির বাঁধা পাতুরি, চিংড়ির অম্বল, মাংসের মালপোয়া, মুরগী মুইঠ্যা সহ থাকবে আরও কিছু জিভে জল আনা পদ। সাহেব এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক কৃশানু দের স্ত্রী শর্মিলা মিলে জমিয়ে দেবেন ‘রান্নাবান্না’। বিখ্যাত ফুটবলার সুব্রত ভট্টাচার্যের পুত্র সাহেব খেলার মাঠে ইস্টবেঙ্গলকে গোল দিতে না পারার হিসেব নিয়ে নেবেন রান্নাঘরের যুদ্ধে। অভিনয়ের পাশাপাশি তিনি রান্নায় কতটা পারদর্শী তার প্রমাণ দিতে চিংড়ির পোস্ত রান্না করবেন সাহেব।
আরও পড়ুন: অনির্বাণের উদ্যোগ, ব্রহ্মপুর রাঙালেন চার তরুণ
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকবেন অপরাজিতা আঢ্য ও রক্তিম সামন্ত। এই সপ্তাহ জুড়ে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে ‘রান্নাবান্না’র এই বিশেষ পর্বগুলি।