সৃজিতের কাছে খোলা চিঠিতে ক্ষমা চাইলেন টোটা
RBN Web Desk: সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘ফেলুদা ফেরত’ সিরিজ়েই তাঁকে প্রথমবার ফেলুদা হিসেবে দেখা গিয়েছিল। এবার কমলেশ্বর মুখোপাধ্যায়ের হাত ধরে ‘রয়েল বেঙ্গল রহস্য’ নিয়ে নতুন পথচলা শুরু করবেন টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury)। তার প্রাক্কালেই সৃজিতের কাছে ক্ষমা চেয়ে নিয়ে খোলা চিঠি লিখলেন ওয়েব সিরিজ়ের ফেলুদা টোটা।
সৃজিত আগেই জানিয়েছিলেন ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর পর তিনি আর ওটিটি মাধ্যমে ফেলু-তোপসে-জটায়ুকে নিয়ে কোনও সিরিজ় করবেন না। সৃজিতের সিরিজ়ে তোপসে ও জটায়ুর ভূমিকায় অভিনয় করেছিলেন অনির্বাণ চক্রবর্তী ও কল্পন মিত্র।
আরও পড়ুন: চিত্রনাট্য তৈরি, এবার কি বাঙালি পরিচালক?
টোটা লিখেছেন “এবার ত্রয়ী পথ চলবে আরেক শক্তিশালী পরিচালকের হাত ধরে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের গভীরতা, নিষ্ঠা ও দক্ষতা সর্বজনবিদিত। আশা করি এবারও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা প্রাপ্তি হবে। তবে বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই যে, সৃজিত মুখোপাধ্যায় যদি স্রোতের বিপরীতে সন্তরণ করে আমার উপর বিশ্বাস না রাখত এবং পরবর্তীতে মাতৃসম স্নেহে আমায় ফেলুদার চরিত্রে গড়ে না তুলত, তাহলে আজ আমার একমাত্র স্বপ্ন, স্বপ্নই থেকে যেত। আর হ্যাঁ, ফেলুদারূপে সমস্ত ত্রুটি বিচ্যুতি, দোষ, খামতি একান্তই আমার অক্ষমতা প্রসূত। পরিচালকের ধৈর্য, নিষ্ঠা ও সক্ষমতা সত্ত্বেও। ক্ষমা করে দিও ক্যাপ্টেন। আর আশা করি জীবনপথের কোনও বাঁকে আবার দেখা হয়ে যাবে। তোমার প্রতি আমার কৃতজ্ঞতা আজীবনের। ভালো থেকো। ভালবাসা নিও।”
ডিসেম্বরে ‘রয়েল বেঙ্গল রহস্য’-এর সম্প্রচার শুরু হওয়ার কথা।
ছবি: RBN আর্কাইভ