ঘোড়া থেকে পড়ে জখম রণদীপ হুডা
RBN Web Desk: ঘোড়া থেকে পড়ে গিয়ে জখম হলেন অভিনেতা রণদীপ হুডা। গতকাল সকালে ঘোড় সওয়ারি করার সময় আচমকাই জ্ঞান হারান তিনি। টাল সামলাতে না পেরে সোজা নীচে পড়ে যান রণদীপ। পড়ার সময় জ্ঞান না থাকায় আঘাত বেশ গুরুতর বলে জানা গিয়েছে।
পা ও হাঁটুতে চোট পেয়েছেন রণদীপ। তিনি এখন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বেশ কিছুদিন কাজে ফিরতে পারবেন না বলে হাসপাতাল সূত্রের খবর। রণদীপ বিনায়ক দামোদর সাভারকরের বায়োপিকে কাজ করছিলেন তিনি।
আরও পড়ুন: বাঙালি গোয়েন্দারা প্রেম করতে পারবে না কেন, প্রশ্ন অঞ্জনের
যে কোনও চরিত্রের প্রয়োজনে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে পারেন রণদীপ। এর আগে ‘সরবজিৎ’ ছবিতে চরিত্রের প্রয়োজনে ব্যাপকভাবে ওজন কমিয়ে ফেলেছিলেন তিনি। সাভারকরের বায়োপিকের জন্যও অভিনেতা প্রায় ২২ কেজি ওজন কমিয়ে ফেলেছেন বলে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রের খবর, ব্যাপক ওজন হ্রাসের ফলে রণদীপের পা ও হাঁটুতে মাংসপেশীর উপস্থিতি অনেকটাই কম। যার ফলে পড়ে গিয়ে পা ও হাঁটুতে আঘাতের মাত্রা অনেকটাই বেশি।