স্লিপার সেলের সন্ত্রাস নিয়ে নতুন সিরিজ়

RBN Web Desk: বিশ্ব রাজনীতিতে সন্ত্রাস কোনও নতুন বিষয় নয়। তবে এর প্রভাব শুধু রাজনীতিতে নয়, সাধারণ মানুষের জীবনেও প্রবলভাবে পড়েছে এবং পড়ে চলেছে। আজ পর্যন্ত সন্ত্রাস দমনের কোনও চিরন্তন সমাধান মেলেনি। যত দিন যাচ্ছে, নানা উপায়ে বেড়ে উঠছে সন্ত্রাসীরা। প্রশাসনও অবশ্য হাত গুটিয়ে বসে নেই। শক্ত হাতে দমনের উপায় বের করছেন তাঁরাও। এই সন্ত্রাস দমন নিয়েই অংশুমান প্রত্যুষ নিয়ে আসছেন তাঁর নতুন সিরিজ় ‘স্লিপার সেল’।

সন্ত্রাসবাদীদের এক অন্যতম অস্ত্র স্লিপার সেল। শীর্ষ সন্ত্রাসবাদীদের থেকে প্রশিক্ষণ নিয়ে স্লিপার সেলের সদস্যরা সাধারণ মানুষের মধ্যে মিশে যায়। এদের আলাদা করে চিহ্নিত করা খুব কঠিন। ইদানিং বেশিরভাগ সন্ত্রাসবাদী কার্যকলাপের পেছনে রয়েছে স্লিপার সেল। প্রশাসনের তরফে এদের অনুসন্ধান করা কোনও সহজ কাজ নয়। প্রতি পদক্ষেপে থাকে জীবনের ঝুঁকি। দেশের প্রতি অসামান্য ভালোবাসা না থাকলে এরকম ঝুঁকি নেওয়া সম্ভব নয়। অংশুমানের ‘স্লিপার সেল’ এমনই এক দেশপ্রেমের গল্প।

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

এই সিরিজ়ের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা দাস, দীপাঞ্জন বসাক, সঞ্জনা বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য ও অনুভব কাঞ্জিলাল। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন কুনাল জানা। সঙ্গীত পরিচালনা ও গীত রচনার দায়িত্ব পালন করেছেন প্রতীক কুন্ডু। এই সিরিজের গানেও তাঁরই গলা শোনা যাবে। পরিচালনার পাশাপাশি এই সিরিজের কাহিনী ও চিত্রনাট্যও রচনা করেছেন অংশুমান।

২৮ নভেম্বর থেকে মোজোপ্লেক্সে দেখা যাবে ‘স্লিপার সেল’।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *