এবার ড্রাগচক্রের খপ্পরে ক্ষ্যাপা ও চিংড়ি
RBN Web Desk: গোয়েন্দাগিরি তো অনেক হলো। বাস্তব জীবনে গোয়েন্দা সেভাবে দেখা না গেলেও, অপরাধ চক্রের খবর কিন্তু হামেশাই দেখা যায়। সমাজের প্রতিটি আনাচে কানাচে লোকচক্ষুর আড়ালে ঘটে চলেছে জঘন্য সব অপরাধ। ছাপোষা সাধারণ মানুষ না জেনেই হয়তো জড়িয়ে পড়ে সেই সব অপরাধের জালে। যেমনভাবে জড়িয়ে পড়েছিল ক্ষ্যাপা আর চিংড়ি। স্কুল ও কলেজে থাকাকালীন দুই প্রিয় বন্ধু মুখোমুখি হয়েছিল ভয়ানক সব অপরাধী ও তাদের কার্যকলাপের সঙ্গে। সেই ক্ষ্যাপা ও চিংড়ির ঘটনাবহুল জীবনের গল্প আরও একবার আসতে চলেছে পরিচালক কোরক মূর্মুর ‘ক্ষ্যাপা’ সিরিজের চতুর্থ সিজনে। অভিনয়ে রয়েছেন আর্য দাশগুপ্ত, পুষণ দাশগুপ্ত, ভরত কল, দেবলীনা দত্ত ও অলিভিয়া সরকার।
এবারের গল্প কলেজ পার করার পর। ইঞ্জিনিয়ারিং পাশ করে ক্ষ্যাপা ও চিংড়ি দুজনে মিলে কলকাতায় চাকরি খোঁজা শুরু করে। কিন্তু নম্বর কম থাকার কারণে কোনও চাকরিই তাদের কপালে জোটে না। শেষমেশ তাদের গিয়ে থাকতে হয় এক বস্তিতে। ভালো চাকরির আশা নেই বুঝে ক্ষ্যাপা অগত্যা এক ফুড ডেলিভারি অ্যাপে যোগ দেয় আর চিংড়ি খোলে একটি ফাস্ট ফুড সেন্টার। এরপর একদিন নিজেদের অজান্তেই তারা জড়িয়ে পড়ে এক ড্রাগচক্রে। এবার কী করবে দুই বন্ধু?
আরও পড়ুন: “আর ভালো লাগছে না”
চতুর্থ সিজ়ন নিয়ে কোরক জানালেন, “সিরিজ়ের শুরুটা হয়েছিল ক্ষ্যাপা ও চিংড়ির স্কুলজীবনের গল্প দিয়ে। এর আগের তিনটে সিজ়ন ওদের জীবনের নানা অঘটন নিয়েই। স্কুল-কলেজে পড়তে গিয়ে কীভাবে ওরা কিছু অপরাধ চক্রে জড়িয়ে পড়ে, আগের সিজ়নগুলো সেইসব নিয়ে ছিল। দর্শক আগের তিনটে সিজ়ন খুবই পছন্দ করেছেন। তাই এবার চতুর্থ সিজ়ন আসতে চলেছে।”
আগের পর্বগুলো দেখা থাকলে মূল চরিত্রদের চিনতে কিছুটা সুবিধা হবে। তবে আলাদাভাবে চতুর্থ সিজ়ন দেখলেও গল্প বুঝতে কোনও সমস্যা হবে না বলে দাবি কোরকের।
“প্রতিটি সিজ়ন কোনও না কোনও সামাজিক ইস্যু নিয়েই তৈরি হয়েছে,” বললেন তিনি। “এর আগে হিউম্যান ট্রাফিকিং, শিশুকন্যা পাচার, এই ধরনের সামাজিক অপরাধের কথা উঠে এসেছে। এই দুই চরিত্র, ক্ষ্যাপা ও চিংড়িকে ঠিক গোয়েন্দা বলা যাবে না। বরং এটা ওদের জীবনের জার্নি বলা চলে। জীবনে চলার পথে দুজনে এমন কিছু সমস্যার মুখোমুখি হয় যেগুলো হয় বুদ্ধি, নয়তো মজা করেই ওরা পার করে আসে। এর আগের সিজ়নগুলো যেভাবে দর্শকের ভালো লেগেছে, এবারও আশা করব সেরকমই হবে।”
সিরিজ়ের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ঋদ্ধি বড়ুয়া। ১৪ জুলাই থেকে আড্ডাটাইমসে দেখা যাবে ‘ক্ষ্যাপা ৪’।