বাণী বসুর কাহিনী অবলম্বনে হিন্দি ছবি
RBN Web Desk: বিশিষ্ট সাহিত্যিক বাণী বসুর কাহিনী অবলম্বনে এবার তৈরি হতে চলেছে হিন্দি ছবি। এর আগে বাংলায় ‘শ্বেত পাথরের থালা’ ও ‘গান্ধর্বী’র মতো ছবি তৈরি হলেও, এই প্রথম তাঁর গল্প থেকে কোনও হিন্দি ছবি হতে চলেছে।
জানুয়ারি মাসে কলকাতার এক সংস্থা থেকে প্রকাশিত হয় বাণী বসুর ‘মুম’ নামক বইটি। এই বইয়ের ইংরেজি অনুবাদ করেন অরুণাভ সিংহ। সেই অনুবাদ পড়ার পর মুম্বইয়ের এক নামী স্টুডিওর কর্তারা লেখিকার সঙ্গে যোগাযোগ করেন।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
প্রকাশনা সংস্থার কর্ণধার এষা চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে স্টুডিওর সঙ্গে লেখিকার চুক্তি ইতিমধ্যেই সম্পাদিত হয়েছে। চুক্তির ধারা অনুযায়ী সেই স্টুডিওর নাম এখনই প্রকাশ করা যাবে না। আপাতত শুধুমাত্র কাহিনীর চিত্রসত্বই কেনা হয়েছে। পরিচালাক বা অন্য কিছুই এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন এষা।