বিবাহিত জীবনের পাঁচ সমস্যার সমাধান নিয়ে আসছে ‘মালাবদল’
কলকাতা: দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাদল ও পারমিতার। সেই সম্পর্ককে স্থায়ী করার জন্য মায়ের জোরাজুরিতে বিয়েও করে ফেলে বাদল। এরপরেই শুরু হয় সমস্যা। বিবাহিত জীবনের নিত্য খুঁটিনাটি ও অশান্তিতে বিরক্ত এই দম্পতি। এর মধ্যেই এদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত হয় শঙ্খ। বিয়ের পর তৈরি হওয়া বিশেষ পাঁচটি সমস্যা ও তার সমাধান নিয়েই স্বল্পদৈর্ঘ্যের রোমান্টিক কমেডি ছবি ‘মালাবদল’ পরিচালনা করেছেন দীপাঞ্জন রায়। ছবির তিনটি কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অর্ক রায় (বাদল), রূপলেখা মৈত্র (পারমিতা) ও সুরজিৎ মাইতি (শঙ্খ)। সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে প্রকাশিত হল এই ছবির সঙ্গীত। অর্ক এবং রূপলেখা দুজনেরই এটি প্রথম ছবি।
‘মালাবদল’-এর সঙ্গীত পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের সুরে সিমরান সরকার এবং প্রীতম দাসের কন্ঠে মুক্তি পেল ‘ওই দেখ পাহাড়’ গানটি। “এটি দীপাঞ্জনের সঙ্গে আমার দ্বিতীয় কাজ। একটাই গান থাকছে ছবিতে। ‘মালাবদল’-এর গল্প অনুযায়ী একটা প্রেমের গানের আর্জি করেছিল দীপাঞ্জন। সেই মতোই তৈরি করেছি। গানটির সঙ্গীত আয়োজন করেছে অর্ক আর শ্যুটিং করা হয়েছে মিরিকে,” জানালেন শুভঙ্কর।
আরও পড়ুন: ৩২ সপ্তাহ পর ছন্দপতন, নেমে গেল ‘কৃষ্ণকলি’
“বিয়ের আগে অনেক কিছু ভীষণ সহজ সরল থাকলেও বিয়ের পর যখন একসঙ্গে থাকা শুরু হয় তখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় দম্পতিদের,” বললেন অর্ক। “দুজনেরই আচরণ, স্বভাব বদলাতে থাকে। সেই নিয়েই আমাদের ছবি।”
রূপলেখার কথায়, “‘মালাবদল’ আসলে হাল না ছাড়ার গল্প। হাজার সমস্যা থাকলেও, আলাদা হয়ে যাওয়াটা যে কোনও সমাধান নয় সেই কথাই আমরা জানাতে চাই দর্শকদের।”
আরও পড়ুন: অপুর চরিত্র আমার কাছে একটা চ্যালেঞ্জ: অর্জুন
অনেক বছর আগে একই নামের একটি বাংলা ছবি মুক্তি পায় যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। “এই ছবির সঙ্গে আগের ‘মালাবদল’-এর কোনও মিল নেই। এটা সম্পূর্ণ মৌলিক গল্প,” জানালেন দীপাঞ্জন। ছবি পরিচালনা করলেও তাঁর প্রথম প্রেম অভিনয়। “আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন মুখের সুযোগ পাওয়া একটু হলেও কঠিন। তাই কয়েকজন নতুন শিল্পীকে নিয়ে কাজ করেছি এই ছবিতে,” বললেন তিনি।
১৩ সেপ্টেম্বর অনলাইনে মুক্তি পাবে ‘মালাবদল’।
ছবি: সবুজ দাস