মানুষের অন্ন সংস্থানে এগিয়ে এল ‘প্রয়াস’

RBN Web Desk: একটি আনুবীক্ষণিক জীব নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে সমগ্র মানবজাতিকে। করোনা ভাইরাস বা কোভিড ১৯-এর আতঙ্কে আজ সবাই গৃহবন্দী। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়া এই রোগকে থামাতে গোটা বিশ্ব আজ লকডাউনের আওতায়। যানবাহন, দোকানপাট সবকিছুই বন্ধ। ফলত সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম তুলসীবাড়ি। এই গ্রামের বেশিরভাগ মানুষই দারিদ্রসীমার নিচে বসবাসকারী, যাঁদের দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের জন্য উদয়াস্ত পরিশ্রম করতে হয়। এইসমস্ত দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ালেন অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়া। জাস্ট স্টুডিওর সহায়তায় ‘প্রয়াস’ নামক এক মানবিক উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলের মানুষের অন্ন সংস্থানের দায়িত্ব নিলেন সুচন্দ্রা।

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

এইরকম যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলা তথা বাংলার বাইরের দুঃস্থ মানুষকে সাধ্যমতো সাহায্য করাই ‘প্রয়াস’-এর মূল লক্ষ্য। পুরুলিয়ার আরও একটি অখ্যাত গ্রাম চিতারমাতেও একই পরিস্থিতি। দ্রুত সেখানকার মানুষের কাছেও খাদ্যসামগ্রী পৌঁছে দেবে জাস্ট স্টুডিও। 

শুধুমাত্র তুলসিবাড়ি বা চিতারমা নয়, পশ্চিমবঙ্গে এরকম বিভিন্ন এলাকার মানুষরা যাতে অভুক্ত না থাকেন, সেই ভাবনা থেকেই ‘প্রয়াস’-এর জন্ম। সারাবছর বিভিন্ন জনসেবামূলক কাজের পরিকল্পনা রয়েছে এই সংস্থার।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *