বিশিষ্ট অভিনেতার পুরস্কার পেলেন দুই অনির্বাণ

কলকাতা: বিশিষ্ট অভিনেতার পুরস্কার পেলেন অনির্বাণ ভট্টাচার্য এবং অনির্বাণ চক্রবর্তী। পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির পক্ষে গতকাল সন্ধ্যায় এই পুরস্কার বিতরণ করা হয়। পূর্ণদৈর্ঘ্যের নাটকে অভিনয়ের বিচারে পুরস্কৃত হন তাঁরা। পুরস্কার প্রদান অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকাডেমির সচিব দেবকুমার হাজরা। নাট্যব্যক্তিত্বদের মধ্য ছিলেন ব্রাত্য বসু, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সত্যনারায়ণ ভাদুড়ি, দেবশঙ্কর হালদার ও মেঘনাদ ভট্টাচার্য। গতবছর কোভিড মহামারীর কারণে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান পিছিয়ে এবছর অনুষ্ঠিত হয়।

নাট্যচর্চায় বিশেষ অবদানের জন্য ৪০জন অভিনেতা, অভিনেত্রী, নাট্যকার এবং নেপথ্য শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেয় নাট্য অ্যাকাডেমি। “এবারে যে সকল শিল্পীরা পুরস্কার পাচ্ছেন তাঁদের যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন নেই,” বললেন মেঘনাদ।

আরও পড়ুন: ‘আঞ্চলিক ছবি’র তকমা কেন? প্রশ্ন অনুভবের

নাট্য প্রযোজনা, রচনা, অভিনয়, পরিচালনা, মঞ্চসজ্জা, প্রোডাকশন ডিজ়াইন ও সঙ্গীতের ক্ষেত্রে পুরস্কার প্রাপকদের মধ্যে অনেকেই বিভিন্ন জেলায় নাট্যদল চালান। পুরস্কার পেলেন সেঁজুতি মুখোপাধ্যায়, পৌলমী বসু, সুপ্রিয় দত্ত, সমীর বিশ্বাস ও আরও অনেকে।

“আমরা চেষ্টা করেছি সর্বোত্তম যোগ্যের হাতে পুরস্কার তুলে দিতে,” বললেন ব্রাত্য। “এখানে কোনও রাজনৈতিক রং নেই। এর আগে রাজনৈতিক ভেদাভেদের কারণে অনেকের মনেই হয়ত ক্ষোভ ছিল। এবছর ব্যক্তিগতভাবে যেন কেউ নিজের নাম সুপারিশ না করেন, সেদিকে খেয়াল রেখেছিলাম। আশা করি যাঁরা এবছর পুরস্কার পেলেন না, ভবিষ্যতে আমরা তাঁদের সম্মানিত করতে পারব।”


সুপ্রিয় বলেন, “আমি নিজে একজন বিপরীত মতানৈক্যের রাজনৈতিক দলের লোক হয়েও আজকে এই পুরস্কার পাচ্ছি। আমি শেষ পুরস্কার পেয়েছিলাম তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত থেকে। আজ আবার সরকারী পুরস্কার পেলাম আমার বন্ধু ব্রাত্যর থেকে।”

ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে দলপিছু অনুদানের মূল্য ₹৫,০০০  থেকে বাড়িয়ে ₹৫০,০০০ করা হয়েছে। এ বছর প্রায় ৪০০টি দল এই অনুদান মূল্য পাবেন। পুরস্কার প্রদানের পাশাপাশি ১৮তম নাট্য অ্যাকাডেমি পত্রিকাটিও প্রকাশ করা হয়।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *