আমার প্রতিযোগিতা শুধু নিজের সঙ্গে: শ্বেতা
RBN Web Desk: সারাদিন এখন ভীষণ ব্যস্ত যমুনা। তার শ্বশুর ও শাশুড়ির ২১তম বিবাহবার্ষিকী পালনে যেন কোনওরকম ত্রুটি না থাকে, সবসময় সেদিকে খেয়াল তার। আপাতত শ্বশুরমশাইকে না জানিয়ে তাঁদের জন্য ফুলশয্যার বিছানা সাজিয়েছে যমুনা। এর মধ্যে বড়পিসি এসে যমুনাকে একটা পান দেয় খাওয়ার জন্য। যমুনা ও সঙ্গীতের অজান্তে সেই পানে কিছু খারাপ জিনিস মিশিয়ে দেয় বড়পিসি। অর্ধাঙ্গিনী হওয়ার কারণে সবকিছু সমান ভাগের দাবীতে সেই পানের অর্ধেক খেয়ে নেয় সঙ্গীত। কি হয় এরপর? বাকি অর্ধেক কি খাবে যমুনা? আপাতত ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে মজা-আনন্দের পাশাপাশি ঘটতে চলেছে এরকমই কিছু দুর্ঘটনা। এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য।
বেশ কিছুদিন ধরেই টিআরপি তালিকায় প্রথমদিকেই নাম রয়েছে ‘যমুনা ঢাকি’র। এমনকি দীর্ঘদিন ধরে চলা অন্য বেশ কয়েকটি ধারবাহিককেও টপকে যাচ্ছে ‘যমুনা ঢাকি’র রেটিং।
“‘যমুনা ঢাকি’কে যে দর্শক ভালোবাসছেন এতে আমি আনন্দিত,” বললেন শ্বেতা। “তবে’যমুনা ঢাকি’ অন্য কোন ধারাবাহিককে পিছনে ফেলল, সেই প্রতিযোগিতায় আমি যাই না। আমার প্রতিযোগিতা আমার নিজের সঙ্গে। আমি চাই, প্রত্যেক সপ্তাহে যেন ‘যমুনা ঢাকি’র টিআরপি আগের সপ্তাহের থেকে বেশি হয়। আর এটা হচ্ছে দেখে আমি সত্যিই খুব খুশি।”
আরও পড়ুন: রেগে আগুন কমল মিত্র, সুবিধা হলো সত্যজিতের
এই ধারাবাহিকের যমুনা চরিত্রের খাতিরে রীতিমতো ঢাক বাজানোর তালিম নিয়েছিলেন তিনি। ঢাকি হিসেবে তার সবথেকে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে যমুনা। সেই পর্বের প্রোমোর শুটিংও হয়েছে। তবে ঢাকবাদ্য শেখা তাঁর এখনও সম্পূর্ণ হয়নি বলেই মনে করেন শ্বেতা। “প্রোমোর শুটিং হলেও এখনও সেই পর্বগুলোর শুটিং শুরু হয়নি। তবে আমি এখন মোটামুটি ঢাক বাজাতে পারি আর প্রশিক্ষণ নেওয়া বন্ধ হয়নি। কারণ ছ’মাসের মধ্যে কোনওকিছুই সম্পূর্ণ শেখা সম্ভব নয়। আমি তাই এখনও শিখছি,” বললেন তিনি।