ঘরে ফেরার গল্প পাড়ি জমালো শিকাগোতে
RBN Web Desk: মাটির টানে, শিকড়ের খোঁজে ঘরে ফেরার গল্প নিয়ে প্রিয়ম চন্দ তৈরি করেছেন তাঁর প্রথম স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘দ্য রাউন্ড ট্রিপ’। আগামীকাল এই ছবি প্রথম দেখানো হবে শিকাগো বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অস্মিতা ভাদুড়ি, অভিনব পালচৌধুরী, পম্পা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা।
একে তো প্রথম ছবি, তার ওপর বিদেশের চলচ্চিত্র উৎসবে নির্বাচন, স্বভাবতই উৎসাহিত প্রিয়ম। “ছোটবেলা থেকে সত্যজিৎ রায়, মৃণাল সেনের ছবি দেখে বড় হয়েছি,” রেডিওবাংলানেট-কে জানালেন প্রিয়ম। “তখন থেকেই মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল ছবি বানাবো। সেই স্বপ্ন যেভাবে বাস্তবের মাটিতে পা রাখলো তাতে আমি উচ্ছসিত।”
ছবির গল্প আবর্তিত হয়েছে সানায়াকে (অস্মিতা) ঘিরে। বিদেশে স্বামী মিহিরের (অভিনব) সঙ্গে সুখের সংসার তার। তবু কোথাও যেন একটা টানের অনুপস্থিতি তাদের জীবনে। সানায়ার প্রবল ইচ্ছে তাদের নিজেদের একটি সন্তান হোক। কিন্তু মিহির চায় সন্তান দত্তক নিতে।
আরও পড়ুন: অপুর চরিত্র আমার কাছে একটা চ্যালেঞ্জ: অর্জুন
ঠিক এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে আবিষ্কৃত জিনোম প্রযুক্তির মাধ্যমে সানায়া জানতে পারে তার আদি জন্মস্থান ভারতের মাটিতে, পশ্চিমবঙ্গে। সানায়া ফিরে আসতে চায় মাটির কাছে, আসেও। এখানে তার দেখা হয় তাদের এক জ্ঞাতিভাই তুষার (অনিন্দ্য) ও তার স্ত্রীর (পম্পা) সঙ্গে। সেখানেই সানায়া মুখোমুখি হয় এক সত্যের এবং তারপরেই ঘুরে যায় ছবির গল্প।
পেশায় ইঞ্জিনিয়র প্রিয়মের ছবি বানানোর কোনও পেশাগত প্রশিক্ষণ নেই। সবকিছুই শিখেছেন নিজের ইচ্ছায়। “শুধু আমি না, এই ছবির সঙ্গীত পরিচালনা যাঁরা করেছেন, তাঁরা পেশাগত ভাবে চিকিৎসক,” জানালেন প্রিয়ম। দ্বৈপায়ন কর্মকার এবং দীপঙ্কর সাহার সঙ্গীত পরিচালনায় এই ছবির ‘মিথ্যা কথার শহর’ গানটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ইউটিউবে।
পরবর্তীকালে কোনও ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে ‘দ্য রাউন্ড ট্রিপ’।