প্রথম ছবি নিয়ে খুব চিন্তায় ছিলেন অঞ্জনদা: হরনাথ
RBN Web Desk: ‘শত্রু’ নিয়ে খুব চিন্তায় ছিলেন পরিচালক অঞ্জন চৌধুরী, জানালেন সেই ছবির সহপরিচালক হরনাথ চক্রবর্তী। ১৯৮৪ সালে মুক্তি পায় অঞ্জনের প্রথম ছবি ‘শত্রু’। ছবিতে পুলিশের নানা দুর্নীতি দেখানো হয়েছিল। সেই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক, চিরঞ্জিৎ চক্রবর্তী, শকুন্তলা বড়ুয়া ও বিকাশ রায়।
“ইন্ডাস্ট্রিতে তখন এই ধরণের ছবিকে বলা হতো বিধবা ছবি। কারণ নায়িকা নেই, নাচগান নেই। একে তখন উত্তমকুমার মারা গেছেন। কোনও ছবিই তেমন চলছে না। তার ওপর এরকম একটা বিষয় নিয়ে ছবি। অঞ্জনদা দুশ্চিন্তা করছেন, আর আমরা তাঁকে সাহস দিচ্ছি যে ছবিটা চলবেই কারণ তার কয়েক বছর আগে দেশে জরুরী অবস্থা গেছে। মানুষ তখন পুলিশের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিল,” জানালেন হরনাথ।
আরও পড়ুন: শতবর্ষে আলোকিত ‘ভুবনময় ভানু’
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেদিন প্রসঙ্গ ছিল ছিল ডিজিটাল (ওটিটি) মাধ্যম এসে ছবির ভাষাকে বদলে দিচ্ছে কিনা। মঞ্চে সেদিন উপস্থিত ছিলেন বাংলা ছবির সবথেকে বড় হিট ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর পরিচালক হরনাথও।
‘শত্রু’র প্রথম শো টিকিট কেটে দেখতে গিয়েছিলেন হরনাথ। স্মৃতি হাতড়ে জানালেন, “আমি আশি পয়সার টিকিট কেটে হলে গেছি। তখনও ছবি শুরু হতে দেরি আছে। একদল কলেজের ছেলেমেয়ে এল। কিন্তু ছবির পোস্টার দেখে তারা ‘এ ছবি কে দেখবে, কোনও নায়িকা নেই’ বলে চলে গেল। আমার তো বুক ঢিপঢিপ করছে। ছবি এখনও মুক্তিই পেল না আর লোকে বাতিল করে দিচ্ছে! এরপর যত দিন গেছে, মানুষের ছবিটা ভালো লেগেছে। দিনের পর দিন দর্শক হল ভরিয়ে ছবি দেখেছে।”
সেই সময় বাংলা ছবির দুর্দিনে ‘শত্রু’ ব্লকবাস্টার হিট করেছিল। যে কোনও ছবি নিয়ে পরিচালকের আবেগই সবথেকে বেশি থাকে বলে মনে করেন হরনাথ। “ছবি হলো পরিচালকের সন্তানের মতো। তার সামনে কেউ যদি বলে ছবিটা হলে দেখব না, টেলিভিশনে বা ওটিটিতে পরে দেখে নেব, তার যে কতখানি খারাপ লাগে তা কেউ বুঝবে না। একটা ছবি হিট করলে সবচেয়ে বেশি আনন্দ পান সেই ছবির পরিচালক,” বললেন হরনাথ।
সাময়িকভাবে প্রেক্ষাগৃহ বন্ধ থাকলেও বাংলা ছবির সুদিন ফিরবে বলে বিশ্বাস করেন তিনি।
ছবি: গার্গী মজুমদার