কাজে ফিরছেন সৌমিত্র, দেখা যাবে হুইল চেয়ারে
কলকাতা: সুস্থ হয়েই আবার অভিনয়ে ফিরছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৬ আগস্ট শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন ৮৪ বছর বয়সী এই অভিনেতা। কিছুদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও তাঁকে কাজে ফেরার অনুমতি দেননি ডাক্তাররা। তবে জানা গেছে বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না তাঁর।
তাই ১৪ সেপ্টেম্বর থেকে ফের শ্যুটিং ফ্লোরে দেখা যাবে তাঁকে। পরিচালক শ্যামল বোসের ছবি ‘রোমান্স’-এ অভিনয় করছেন তিনি। এই ছবিতে নায়কের দাদুর চরিত্রে থাকছেন সৌমিত্র। এই চরিত্রটি পক্ষাঘাতে পঙ্গু হওয়ায় গোটা ছবিতেই সৌমিত্রকে হুইল চেয়ারে বসে অভিনয় করতে দেখা যাবে বলে জানা গেছে।
আরও পড়ুন: বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
‘রোমান্স’-এর দুই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বাংলাদেশের লিবান ও মেহেরিমা। এছাড়াও থাকছেন সুপ্রিয় দত্ত, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, রঞ্জন ভট্টাচার্য, শংকর ঘোষ ও দোলন রায়।
পরিচালকের সঙ্গে এটি সৌমিত্রর দশ নম্বর ছবি।