মিডলম্যানের চরিত্রে বিশ্বনাথ

RBN Web Desk: এক শিল্পী। তার শিল্পকে বেচে অর্থ উপার্জন করে অন্যরা। মাঝখান থেকে শিল্পীর প্রাপ্তির ভাঁড়ার থাকে শূন্য। ফ্রানজ় কাফকার গল্প অবলম্বনে কমলেশ্বর মুখোপাধ্যায়ের স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘দ্য হাঙ্গার আর্টিস্ট’-এর মূল গল্প এটাই। এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, প্রিয়াঙ্কা মণ্ডল ও বিশ্বনাথ বসু। এই ছবি দিয়েই কাল শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল।

‘দ্য হাঙ্গার আর্টিস্ট’ সম্পর্কে বিশ্বনাথ রেডিওবাংলানেট-কে জানালেন, “ছবিটা যে এই বছরে এতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে তা আমরা কেউই ভাবতে পারিনি। ইদানিং সিরিয়াস অভিনয় করলেও মূলত মানুষকে হাসাবার কাজই করে থাকি। কিন্তু চারপাশটা দিন দিন যেরকম হয়ে উঠছে তাতে হাসির কারণ যেন ফুরিয়ে আসছে।”

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

দুই দশকেরও বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বিশ্বনাথ। তবে বর্তমান পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে তাঁর এক-এক সময় মনে হয় পারিপার্শ্বিক থেকে হাসির খোরাক আর পাবেন কিনা। “একদিন রাস্তায় দেখেছিলাম একটা আধভাঙা মই যেটায় উঠতে গেলে এমনিই হাত পা ভাঙবে, সেটাকেও কেউ তালা দিয়ে রেখে দিয়েছে। সেটা দেখেই আমি কাঞ্চনদাকে (মল্লিক) ফোন করে ঘটনাটা  জানিয়েছিলাম। এই ধরণের ঘটনা ঘটে বলেই তো আমরা সেটাকে দর্শকের সামনে তুলে ধরতে পারি। এই ছবিতে একটা সংলাপ আছে, ‘আমি শিল্পী, আমি আলোতে সালোকসংশ্লেষ করি। আমাকে আলো দে।’ আমাদের সকলের ক্ষেত্রেই আসলে ওই আলোটা প্রয়োজন,” বললেন বিশ্বনাথ। 




অন্য বছর পুজোর সময় থেকে স্টেজ শো শুরু হয়, মার্চ-এপ্রিল পর্যন্ত চলে। এ বছর কাজ নেই। অনেক শিল্পীই খুব কষ্টে আছেন। তবুও সমাজের একটা অংশের প্রতিপত্তি যেন বিন্দুমাত্র কমেনি। এই বিষয়ও যেন অজান্তেই উঠে এসেছে ছবিতে। “’দ্য হাঙ্গার আর্টিস্ট’-এ এক মিডলম্যানের চরিত্রে অভিনয় করছি আমি। এরকম চরিত্রে আগে কাজ করিনি। মিডলম্যান সমাজের সব ক্ষেত্রেই আছে। এরা অন্যের সৃষ্টি যেমন অভিনয়, সঙ্গীত থেকে শুরু করে ফসল বা কোনও ভাস্কর্য, ক্রেতার কাছে পৌঁছে দেন। এরা শুধু ব্যবসাটুকুই বোঝেন। স্রষ্টার উৎপাদিত জিনিস নিয়ে কোনওরকম আবেগ বা উৎসাহ এদের থাকে না। এরা নিরসভাবে ব্যবসাটুকু চালিয়ে যান এবং অনেকক্ষেত্রে এরাই সবচেয়ে বেশি লাভবান হন।”

এরকম দালাল গোছের লোকের হাতেও পড়েছেন বিশ্বনাথ, যাঁরা শো করাতে নিয়ে গিয়ে শুধু নিজের লাভের দিকটা দেখেন। “আজকাল এরা যখন ফোন করেন তখনও খারাপ লাগে। এদের হাতেও কোনও কাজ নেই। তাই ‘দ্য হাঙ্গার আর্টিস্ট’ যেন আমাদের সকলের কথাই বলছে,” বললেন বিশ্বনাথ। 

আগামীকাল উৎসব কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে ছবিটি দেখা যাবে।

ছবি: স্বাতী চট্টোপাধ্যায়

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *