শেষ ছবিতে খলনায়কের চরিত্রে তাপস পাল
কলকাতা: বড় রাস্তার সিগন্যালে গাড়ি দাঁড়ালেই কাচের ওপার থেকে কচি-কচি কতগুলো রুক্ষ, শুষ্ক, অযত্নমাখা মুখ হাত পেতে খাবার চায়। দেশের সব বড় শহরের চিত্রটা প্রায় এক। জাতীয় মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী দেশে ভিক্ষাজীবি ক্ষেত্রে আনুমানিক আয় ₹১৫০ কোটি। বছরে ৪০ হাজারেরও বেশি শিশুকে অপহরণ করে তাদের ভিক্ষাবৃত্তির কাজে নিযুক্ত করা হয়। বর্তমানে দেশে ভিক্ষারত শিশুদের সংখ্যা তিন লক্ষেরও বেশি। বেশিরভাগ শিশুই যৌন ও নানাবিধ অত্যাচারের শিকার।
এই বিষয় নিয়েই শুভেন্দু দাস পরিচালনা করেছেন ‘বেগ ফর লাইফ’। এই ভিক্ষুকদের সামনে রেখে রাজত্ব চালায় ভিক্ষাবৃত্তি মাফিয়া দলের মাথা শঙ্কর। ছোট বাচ্চাদের শোষণ ও তাদের অঙ্গ বিক্রি করে শঙ্কর। সে তাদের জোর করে দুর্দশাগ্রস্থ জীবন কাটাতে বাধ্য করে। বস্তির ছেলে রাজু হঠাৎই একদিন শঙ্করের সঙ্গে তার মায়ের সম্পর্কের কথা জানতে পারে। রাজু এই সম্পর্ক মানতে না পেরে বাড়ি ছেড়ে চলে যায়। ছেলেকে খুঁজতে শঙ্করের সাহায্য চায় রাজুর মা রানি। শঙ্কর একটি শর্তের বিনিময়ে রাজুকে রানির কাছে ফিরিয়ে দেয়। কিন্তু মা হয়ে নিজের ছেলের জীবন বিপন্ন করে, তাকে বিপদের মুখে ঠেলে দিয়ে ‘রানি’ কি অর্থসুখকেই বেছে নেবে?
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
ইতিমধ্যেই একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘বেগ ফর লাইফ’। বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছে ছবিটি। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত তাপস পাল। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী। অন্যান্য চরিত্র অভিনয় করেছেন স্নেহা বিশ্বাস, শ্রীকান্ত মান্না, রনি বিশ্বাস, রূপম দাশ, সৌম্য সাধুখাঁ, সায়নদীপ দে ও প্রীতি নায়ক। সম্প্রতি শহরে একটি অনু্ষ্ঠানে মুক্তি পেল ‘বেগ ফর লাইফ’-এর ট্রেলার।
“মূলত সাইকোথ্রিলার ধর্মী ছবি ‘বেগ ফর লাইফ’। তাপস পাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এর আগেও আমি অনেক ছবি করেছি। এটা একদম ভিন্নধারার ছবি। আমার মনে হয় অন্তত একবার হলেও সকলের ছবিটি হলে গিয়ে দেখা উচিত,” রেডিওবাংলানেট-কে বললেন শুভেন্দু।
শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বেগ ফর লাইফ’।