নতুন ধারাবাহিক ‘স্বয়ংসিদ্ধা’
RBN Web Desk: বাংলা সাহিত্যের বিপুল সম্ভার থেকে একসময় বহু টেলিভিশন ধারাবাহিক তৈরি হয়েছে। বর্তমান সময়ের নিরিখে সেই তালিকা বেশ ছোটই বটে। সাহিত্য থেকে নির্মিত ধারাবাহিকের তালিকায় যোগ হতে চলেছে অনিন্দ্য সরকার পরিচালিত নতুন ধারাবাহিক ‘স্বয়ংসিদ্ধা’।
মণিলাল বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে নির্মিত এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র চণ্ডী। অন্যায়ের প্রতিবাদ করায় ছোটবেলাতেই চণ্ডী তার স্বাধীনতা সংগ্রামী দাদুর সঙ্গে চলে গিয়েছিল। দাদুর কাছে পড়াশোনার পাশাপাশি কুস্তিও শিখেছিল চণ্ডী। দাদুর সংগ্রামেরও অংশ হয়ে উঠেছিল সে। ইংরেজদের গুলিতে দাদুর মৃত্যু হলে চণ্ডী গ্রামে ফিরে আসে। মেয়েদের শিক্ষা নিয়ে চণ্ডী লড়াই চালায়, মিশনারি স্কুলের বিরোধিতা করে। তার এই সাহসিকতার খবর রটে যেতে গ্রামের জমিদার হরিনারায়ণ চণ্ডীর সঙ্গে নিজের ছেলের বিবাহপ্রস্তাব দিলে মেয়েদের জন্য স্কুল তৈরি করে দেওয়ার শর্তে চণ্ডী রাজি হয়।
শ্রেয়সী সামন্ত ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়
বিয়ের সময়ে দেখা যায়, জমিদারপুত্র গোবিন্দর মানসিক বিকাশ ঘটেনি। কিন্তু গোবিন্দর সারল্য চণ্ডীকে মুগ্ধ করে। বিয়ের পর চণ্ডী দেখে, বাড়িতে স্বামীর সৎমা মাধুরী ও তার ভাই নিবারণ স্বামীর সম্পত্তির লোভে তাকে নেশায় আচ্ছন্ন করে রাখে। প্রথম স্ত্রীর মৃত্যুর জন্য ছেলে দায়ী ভেবে হরিনারায়ণও উদাসীন। শুরু হয় চণ্ডীর জীবনের পরবর্তী অধ্যায়, স্বয়ংসিদ্ধা হয়ে ওঠার লড়াই।
আরও পড়ুন: দিবাকরের হাত ধরে হিন্দিতে ফেলুদা?
এই ছবিতে চণ্ডীর ভূমিকায় অভিনয় করছেন অশ্নি দাস। গোবিন্দর চরিত্রে রয়েছেন বিশ্ববসু বিশ্বাস। মাধুরী ও নিবারণের ভূমিকায় অভিনয় করেছেন শ্রেয়সী সামন্ত ও কৌশিক দাস। হরিনারায়ণ ও চণ্ডীর দাদুর ভূমিকায় দেখা যাবে দেবনাথ চট্টোপাধ্যায় ও বাবু দত্ত রায়কে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।
ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন শৌভিক মিত্র, সংলাপ রচয়িতা রাকেশ ঘোষ।
আরও পড়ুন: বেসিক গানেই ভরসা রাখছে স্যমন্তক অ্যান্ড মেটস
শীঘ্রই আকাশ আটে দেখা যাবে ‘স্বয়ংসিদ্ধা’।
উল্লেখ্য, ১৯৭৫ সালে সুশীল মুখোপাধ্যায় পরিচালিত একই নামের ছবিতে অভিনয় করেছিলেন মিঠু মুখোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, ভানু বন্দ্যোপাধ্যায় ও উৎপল দত্ত।