দিবাকরের হাত ধরে হিন্দিতে ফেলুদা?
RBN Web Desk: শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ব্যোমকেশ বক্সীকে হিন্দিতে বড়পর্দায় নিয়ে এসেছিলেন তিনি। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’র নামভূমিকায় অভিনয় করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। সেই ছবির পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়তো হিন্দিতে ফেলুদা আসতে চলেছে।
সত্যজিৎ রায়ের সৃষ্টি গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্র। ১৯৭৪ সালে সত্যজিতের পরিচালনায় ‘সোনার কেল্লা’ ছবিতে প্রথম বড়পর্দায় আসে ফেলু-তোপসে-জটায়ু। ফেলুদার চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর একাধিকবার বাংলায় ছবি হলেও, হিন্দিতে ফেলুদা কখনও আসেনি।
আরও পড়ুন: ঠাকুরের নাম এক
সম্প্রতি এক পডকাস্টে দিবাকর জানিয়েছেন, ফেলুদাকে এবার হিন্দিতে বড়পর্দায় আনতে চান তিনি। গল্পও নাকি বাছা হয়ে গিয়েছে। প্রথমে তিনি অভয় দেওলকে এই চরিত্রে ভেবেছিলেন। তবে সেটা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ‘খোসলা কা ঘোসলা’র পরিচালক।
সৌমিত্রর পর ফেলুর চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনগুপ্ত। টোটা রায়চৌধুরী ও পরমব্রত চট্টোপাধ্যায়ও অভিনয় করেছেন এই চরিত্রে।