এখনই নিষ্কৃতি পাচ্ছেন না বিক্রম চট্টোপাধ্যায়

কলকাতা: মডেল সনিকা সিং চৌহান মৃত্যু মামলা থেকে এখনই অব্যাহতি পাচ্ছেন না অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় । ২০১৭ সালের ২৯ এপ্রিল শহরে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান সনিকা। গাড়িটি চালাচ্ছিলেন বিক্রম, পাশে বসেছিলেন সনিকা। দুর্ঘটনার পর অভিযোগ ওঠে যে গভীর রাতে মদ্যপ অবস্থায় বিক্রম গাড়িটি না চালালে কখনওই মারা যেতেন না সনিকা।

ঘটনার পর বিক্রমের নামে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে পুলিশ। সেই মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন জনপ্রিয় এই টেলিঅভিনেতা। গতকাল সেই মামলার শুনানি ছিল। মামলা এজলাসে উঠলে বিচারপতি বলেন, এখনই অব্যাহতি দেওয়া যাবে না বিক্রমকে। বিচারপতি পরবর্তী শুনানির দিন ধার্য করেন ৯ অক্টোবর, এবং জানিয়ে দেন, বিক্রম এই মামলা থেকে অব্যাহতি পাবেন কি না সেই সংস্কান্ত চূড়ান্ত রায় ওই দিনই দেবেন তিনি।

আমার সংসার চালাতেন কিশোর কুমার: গৌতম ঘোষ

গতকাল এই মামলা উঠলে সরকারী পক্ষের আইনজীবী বিক্রমকে নিষ্কৃতি না দেওয়ার পক্ষে জোরালো সওয়াল করেন। তিনি বলেন, বিক্রমই এই মামলার প্রধান অভিযুক্ত তাই তাঁকে কিছুতেই অব্যাহতি দেওয়া যাবে না। সেই অভিযোগ প্রমাণের পক্ষে সমস্ত তথ্য ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। বিক্রমকে এই মামলা থেকে নিষ্কৃতি না দিয়ে তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করার দাবী করেন তিনি।

সন্ন্যাসী রাজা, নাকি রাজকীয় প্রতারক?

উল্লখ্য, দুর্ঘটনার পর মাথায় চোট পেয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভরতি ছিলেন বিক্রম। ছাড়া পেয়ে আত্মগোপন করেন। পরে পুলিশ তাঁর এক বন্ধুর ফোনে আড়ি পেতে গ্রেপ্তার করেন বিক্রমকে। প্রায় তিন মাস টানা জেলও খাটেন এই অভিনেতা। পরে জামিনে ছাড়া পেয়ে আবার লোকচক্ষুর আড়ালে চলে যান।

পরিচালক রাজর্ষি দে’র ছবি ‘শুভ নববর্ষ’ দিয়ে বড় পর্দায় ফিরে আসেন বিক্রম। বর্তমানে ফাগুন বউ ধারাবাহিকে একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *