মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট, কাল থেকেই শুরু শ্যুটিং
কলকাতা: ছয় দিনের অচলাবস্থার অবসান। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে উঠে গেল টালিগঞ্জ স্টুডিয়োপাড়ার কর্মবিরতি। “কাল থেকেই আবার শুরু হবে শ্যুটিং,” জানালেন মমতা।
আজ নবান্নে প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের সংগঠন, চ্যানেল কর্তৃপক্ষ এবং রাজ্যের সংস্কৃতি দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি তৈরি করা হয় যা আগামী দিনে টেলিভিশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধানে উদ্যোগী হবে। এই কমিটিতে আর্টিস্ট ফোরামের তরফে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অরিন্দম গাঙ্গুলী, প্রযোজকদের পক্ষ থেকে রয়েছেন নিশপাল সিং রাণে ও শৈবাল বন্দোপাধ্যায়, কলাকুশলীদের তরফ থেকে আছেন অপর্ণা ঘটক ও স্বরূপ বিশ্বাস, এবং তিন বৃহৎ বেসরকারী চ্যানেলের পক্ষ থেকে রয়েছেন সাগ্নিক ঘোষ, রাহুল চক্রবর্তী, ও সম্রাট ঘোষ। কমিটির প্রধান উপদেষ্টা সৌমিত্র চট্টোপাধ্যায়।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
“আমি নিজেও সময় পেলে টিভি সিরায়াল দেখি,” সংবাদমাধ্যমকে বললেন মমতা। “সব পক্ষেরই প্রচুর ক্ষতি হয়েছে এই কয়েকদিনে। সব থেকে বড় কথা, টেলিভিশন ইন্ডাস্ট্রি একটি বিরাট কর্মসংস্থানের জায়গা। সেটাকে কখনওই অস্বীকার করা যায় না। কোনও পক্ষই যাতে বঞ্চিত না হয় সেই জন্যই এই কমিটি।”
“ভবিষ্যতের কথা ভেবেই এই কমিটি তৈরি করা হয়েছে। কাল থেকেই শুরু হবে স্বাভাবিক কাজ,” সংবাদমাধ্যমকে জানালেন সৌমিত্র।