প্রতি ১৫ মিনিটে পাল্টে যাবে গল্প, দাবি অরিন্দমের

কলকাতা: প্রতি ১৫ মিনিট অন্তর পাল্টে যাবে গল্প। তাঁর পরবর্তী ছবি ‘খেলা যখন’কে এভাবেই বর্ণনা করলেন পরিচালক অরিন্দম শীল। শবর সিরিজ়ের পর এবার একটি মনস্তাত্ত্বিক থ্রিলার নিয়ে আসছেন অরিন্দম। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বরুণ চন্দ ও অসীম রায়চৌধুরী। গতকাল সাংবদিকদের সামনে উপস্থিত হয়েছিলেন তাঁরা।

অরিন্দম জানালেন, “ট্রেলার মুক্তি পাওয়ার পর অনেক বোদ্ধা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন যে ‘খেলা যখন’ অমুক ছবির রিমেক বা তমুক থেকে অনুপ্রাণিত। এসব শুনে আমার বেশ মজা লাগছিল এবং বলতে ইচ্ছে করছিল, খুব ভালো, তবে ছবিটা দেখে মন্তব্য করুন। জোর দিয়ে বলতে পারি, এ ধরণের থ্রিলার বাংলায় আগে হয়নি। আমাদের কলাকুশলীরা যাঁরা ছবিটা দেখেছেন, তাঁরাও অন্তিম দৃশ্য না দেখা পর্যন্ত আন্দাজ করতে পারেননি শেষে কী হতে চলেছে।”

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

গত চারবছরে একাধিকবার ছবির কাজ শুরু হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। মাঝখানে ছিল দু’বছর দীর্ঘ করোনাকাল। তবে ‘খেলা যখন’ মুক্তি পেতে দেরি হওয়ায় হতাশ নন অরিন্দম। “আমি কখনও হতাশায় ভুগি না,” বললেন তিনি। “এই দুটো বছর আমি মনেপ্রাণে বিশ্বাস করেছি সুদিন আসবেই। সেই বিশ্বাস নিয়েই আমি কাজ করে গিয়েছি। কাজের প্রতি যদি সৎ থাকা যায় তাহলে কোনও হতাশাই গ্রাস করতে পারে না।”

প্রতি ১৫

টিম ‘খেলা যখন’

এর আগে অরিন্দমের ‘ধনঞ্জয়’ ছবিতে কাজ করেছেন মিমি। “‘খেলা যখন’-এর প্রস্তাব পেয়ে আমি বেশ অবাক হয়েছিলাম। এটা নারীকেন্দ্রীক ছবি, পুরুষশাসিত ইন্ডাস্ট্রিতে যা প্রায় হয়ই না। সেই সময় আমি মূলত যে ধরণের ছবি করতাম, তা থেকে এটা একেবারেই আলাদা। ছবিটা আটকে যাওয়ার পর স্বাভাবিক কারণেই মন খারাপ হয়েছিল। তবে অরিন্দমদার উপর সম্পূর্ণ আস্থা ছিল,” বললেন মিমি।

আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার

‘বাপি বাড়ি যা’, ‘ক্রিসক্রস’-এর পর আবারও বড়পর্দায় দেখা যাবে অর্জুন-মিমি জুটিকে। অর্জুনের সঙ্গে কাজ করা প্রসঙ্গে মিমি বললেন, “ও আমার প্রথম নায়ক। এই ক’বছরে অভিনেতা হিসেব ও অনেক উন্নতি করেছে, দেখতে আরও সুপুরুষ হয়েছে। আমি জানি, দর্শক আমাদের দেখার জন্য অপেক্ষা করে আছেন। আশা করি আমরা আবারও একসঙ্গে কাজ করতে পারব।”

পর্দায় তাঁর ও মিমির রসায়ন দর্শক উপভোগ করবেন বলে মনে করেন অর্জুন। তবে ছবিতে নিজের অভিনীত চরিত্র নিয়ে বিশেষ মুখ খুললেন না তিনি।

আরও পড়ুন: শেষ যাত্রায় ব্রাত্য, পথ হেঁটেছিলেন মাত্র কয়েকজন

ছবিতে দুটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন হর্ষ ছায়া ও বিশিষ্ট গায়ক হরিহরণের পুত্র কর্ণ হরিহরণ। এছাড়াও রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায় ও অলকানন্দা রায়।    

ছবির প্রায় পুরো শুটিং হয়েছে ওড়িশার বারিপদায়। সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোয।

২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘খেলা যখন’।

ছবি: প্রবুদ্ধ নিয়োগী




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *