বিয়ে করলেন ‘চোখের বালি’র বিনোদিনী
RBN Web Desk: বিয়ে করলেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানিয়া গঙ্গোপাধ্যায়। পাত্র অভিষেক মণ্ডল পুলিশকর্মী। ‘চোখের বালি’তে বিনোদিনী ও ‘কে আপন কে পর’ ধারাবাহিকে দেবীর চরিত্রে দর্শক দেখেছেন তাঁকে। এছাড়াও একাধিক সুপারহিট ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানিয়া।
সংবাদমাধ্যমকে তানিয়া জানিয়েছেন যে পুজোর পর হঠাৎ করেই বিয়ের ব্যাপারে সবকিছু ঠিক হয়।
১ ডিসেম্বর খড়দহে তানিয়া মালাবদল করেন অভিষেকের সঙ্গে। শিলিগুড়ি নিবাসী অভিষেক বর্তমানে বীরভূমে কর্মরত।
আরও পড়ুন: অবহেলিত হেমন্তের উদযাপন করবে কথাদের বায়স্কোপ
তানিয়ার শেষ অভিনীত ধারাবাহিক ‘জীবন জ্যোতি’। এই ধারাবাহিকের সম্প্রচার শেষ হওয়ার পরই বিয়ের প্রস্তুতি নেন তিনি। এর আগে ‘দুগ্গা দুগ্গা’ ধারাবাহিকে অন্নপূর্ণার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
বিয়ের পর অভিনয় জীবনে ইতি টানছেন তানিয়া, এমনটাই জানিয়েছেন তিনি।